জানা যাচ্ছে, এদিন ট্রাক্টরে চেপে চা পাতা তুলতে গিয়েছিলেন বেশ কয়েকজন চা শ্রমিক। এরপর দুর্ঘটনার কবলে পড়ে চা শ্রমিক বোঝাই সেই ট্রাক্টর। নকশালবাড়ি চা বাগানের ডিভিশন মোড়ে ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে প্রায় ২৫-৩০ চা শ্রমিক জখম হন বলে খবর।
আরও পড়ুনঃ সিকিমে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? খুব সাবধান! জেনে নিন বড়সড় আপডেট
advertisement
এদিন ভোরে খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকা থেকে ৫০ জন ঠিকা শ্রমিককে নিয়ে চা বাগানে ঢোকে একটি ট্রাক্টর। তবে ডিভিশন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়ি। দুর্ঘটনায় জখম চা শ্রমিকদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জন গুরুতর আহতকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
একদিকে রাজ্যজুড়ে দীপাবলির আমেজ। আলোর উৎসবে মেতে উঠেছেন বহু মানুষ। এই আবহে দুর্ঘটনার কবলে পড়ল চা শ্রমিক বোঝাই ট্রাক্টর। নকশালবাড়ি চা বাগানের এই ঘটনায় প্রায় ২০-৩০ জন চা শ্রমিক আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বাগান কর্তৃপক্ষ।