TRENDING:

Jalpaiguri News: চা বাগানে কাজ নেই, রোজগার নেই! ডুয়ার্স থেকে বাড়ছে পরিযায়ী শ্রমিক

Last Updated:

উদ্দেশ্য একটু স্থায়ী রোজগার, একটু ভাল জীবন। তাই, বাড়তি রোজগারের টানে পরিবার ছেড়ে ভিনরাজ্যে চা শ্রমিকের ঘরের বহু মেয়ে। বানারহাট চা বাগানের আজাদী লোহার এক সময়ের শ্রমিক, এখন অবসরপ্রাপ্ত। পরিবারে চার-পাঁচ জন সদস্য। ছেলের বউ দিল্লিতে পরিচারিকা, নাতি চেন্নাইয়ে রাজমিস্ত্রি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে , জলপাইগুড়ি: “লক্ষ্মী বাগান ছেড়েছে”  কথাটা যেন এখন বাস্তব চিত্র হয়ে উঠেছে ডুয়ার্সের চা বাগানগুলিতে। কেন জানেন? বানারহাট, ধূপগুড়ি, মালবাজারের বহু যুবক-যুবতী আজ পরিবারের কথা ভুলে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। উদ্দেশ্য একটু স্থায়ী রোজগার, একটু ভাল জীবন। তাই, বাড়তি রোজগারের টানে পরিবার ছেড়ে ভিনরাজ্যে চা শ্রমিকের ঘরের বহু মেয়ে। বানারহাট চা বাগানের আজাদী লোহার এক সময়ের শ্রমিক, এখন অবসরপ্রাপ্ত। পরিবারে চার-পাঁচ জন সদস্য। ছেলের বউ দিল্লিতে পরিচারিকা, নাতি চেন্নাইয়ে রাজমিস্ত্রি।
advertisement

আরও পড়ুন: মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক যুবকের

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আজাদীর কথায়, “বাগান ঠিক থাকলে কেউই বাড়ি ছাড়তে চায় না। কিন্তু মাসে ৩ হাজার টাকায় সংসার চলে?” একই ছবি লক্ষ্মী মাহালীর পরিবারেও। লক্ষ্মীর দাদা রাজু বলেন, “ভাই হরিয়ানায়, লক্ষ্মী বছরখানেক আগে গিয়েছে দিল্লিতে। ছোট্ট বোনটা আজ পরের বাড়ির কাজ করছে, কারণ পরিবারের মুখে ভাত তুলে দিতে হবে।”  এই বাগানের অনেকেই রয়েছেন দিল্লী,হরিয়ানা,কেরল,চেন্নাই বিভিন্ন এলাকায়।করছেন পরিচারিকা,রাজমিস্ত্রী, দিনমুজুরি বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু ঝুঁকিতে কি এসে যায় টাকা তো মিলছে।এই রকম কথাই শোনা গেল বানারহাট চা বাগানের উপর লাইন এবং তার পার্শ্ববর্তী ফ্যাক্টারি লাইনের ভিন রাজ্যের যাওয়া পরিবারের লোকজনদের মুখে। বর্তমান পরিস্থিতিতে, এখন হয় চা বাগানের কাজ নেই, থাকলেও যথাযথ মজুরি নেই। অথচ বাইরে গেলে ১২-১৫ হাজার টাকার কাজ মিলছে। অ্যাড্রু উইলের মতো কেন্দ্রীয় সংস্থার বাগানেও এই চিত্র স্পষ্ট। চা শ্রমিকদের দাবি— মজুরি নিশ্চিত করা হোক, কাজের পরিবেশ স্থিতিশীল হোক। নাহলে এমন দিন আসবে, যখন বাগানে কেবল স্মৃতি হয়ে থাকবে লক্ষ্মীদের পায়ের ছাপ!

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চা বাগানে কাজ নেই, রোজগার নেই! ডুয়ার্স থেকে বাড়ছে পরিযায়ী শ্রমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল