Jhargram News: বিনপুরের জামিরডিহা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার !
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বিনপুরের জামিরডিহা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার ! মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের।
তন্ময় নন্দী, ঝাড়গ্রাম: বিনপুরের জামিরডিহা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার ! মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে মাঠে গিয়ে ঘটে দুর্ঘটনা। মাঠে গিয়ে ছিলেন পারিবারের সম্বল জোগাতে আর বাড়ি ফেরা হল না। হঠাৎ কাল মেঘ ঘনিয়ে প্রবল বজ্রবৃষ্টি শুরু হয়। সেই সময়ে মাঠে গরু নিয়ে গিয়েছিলেন, প্রবল বজ্রাঘাতে মৃত্যু হয় সুব্রত মাহাতর। তার বয়স ৩০।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিনপুর থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে প্রথমে শিলদা গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানের কর্মরত চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
সুবলের বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তাঁর মা শেফালী দেবী। নেই নিজেদের চাষ যোগ্য জমি, তাই সংসারের খরচ জোটাতে অন্যের জমিতে কাজ করেন। স্থানীয় সূত্রে খবর, অভাবের সংসার মাত্র অল্প জমি চাষ করে সংসার চালাতেন মা ও ছেলে। জোটেনি আবাস যোজনার বাড়ি, মাটির কুঁড়ে ঘরে বসবাস করত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার ফলে পরিবারে ছিল না ফলে কোনও রকমে সংসার চালাতেন তারা।
advertisement
advertisement
সুবলের মা শেফালী মাহাত বলেন ছোটবেলায় বাবা মারা যাওয়ার ফলে ওকে নিয়ে কোনও রকম ভাবে বেঁচে আছি। ছোট বেলা থেকেই আজ ও কথাও বলতে পারত না। এভাবে দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে যাবে তা ভাবতে পারছি না। ওই গ্রামের বাসিন্দা বিকাশ মণ্ডল বলেন ‘বিষয়টি খুবই মর্মান্তিক ছোটবেলা থেকেই ও খুব ভাল মনের ছেলে ছিল। খবরটা শুনে খুব ব্যথিত হলাম।’ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2025 4:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বিনপুরের জামিরডিহা গ্রামের মাহাত পরিবারে হঠাৎ করে নামল অন্ধকার !










