মাঝেরডাবরী চা বাগানের টি লাউঞ্জ বসে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের চা। চা বাগানের পক্ষ থেকে এর পোশাকি নাম ব্রু ইওর ওন ব্লেন্ড। ফুল থেকে শুরু করে মশলা সব দেওয়া থাকবে আপনার সামনে। আপনার চাহিদা অনুযায়ী সেগুলি ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন চা।ব্লেন্ড তৈরি করে তা প্যাকেটে নিয়েও যেতে পারবেন।এই উদ্যোগ ভারতে প্রথম বলেই জানালেন চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এমনিতেই মুনলাইট টি, ম্যাংগো টি, ব্লু টি উৎপন্ন করে নিজেদের পরিচয় বাড়িয়েছে এই চা বাগান। ক্রেতাদের চোখের সামনে চা তৈরি করে দেওয়া হবে বলে জানা যায় চা বাগানের পক্ষ থেকে। এই নতুন সংযোজন পর্যটক জেলায় টানবে বলে দাবি ম্যানেজার চিন্ময় ধরের। তিনি জানান, “এই উদ্যোগ ভারতে কোনও চা বাগান নেয়নি।চা প্রেমী মহলে দারুণ সাড়া ফেলবে এই উদ্যোগ।”
Annanya Dey