TRENDING:

Sukanta Majumder: "আমরা জানি কোন দেবতা কোন ফুলে তুষ্ট"... শিলিগুড়িতে তৃণমূলকে কী বার্তা সুকান্তর?

Last Updated:

Sukanta Majumder: শিলিগুড়িতে উড়বে গেরুয়া পতাকাই। দাবি, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: "২০২২-এ শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Election) দখল করবে বিজেপি। ২০১৯-এর লোকসভা এবং একুশের বিধানসভায় দার্জিলিংয়ের পাহাড় থেকে সমতলে ভাল ফল করেছে বিজেপি (Bengal BJP)। আসন্ন পুরভোটেও সেই সাফল্যের ধারাবাহিকতা অটুট থাকবে। কলকাতার মতো এখানে ফল হবে না। বরং ভাল ফল হবে। আর তৃণমূল (TMC) তা বুঝতে পেরেছে। তাই শিলিগুড়িতে বিজেপি প্রার্থী থেকে কর্মীদের প্রতারিত করা হচ্ছে, বিজেপি প্রার্থীদের ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে।", শুক্রবার শিলিগুড়িতে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
advertisement

আরও পড়ুন : "১০ ই ফেব্রুয়ারির মধ্যেই খুঁজে নিতে হবে 'ভ্যালেন্টাইন'!" নড়েচড়ে বসল যাদবপুর কর্তৃপক্ষ

সুকান্ত মজুমদার (Sukanta Majumder) আরও বলেন, বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিস  (Siliguri Municipal Election) ভাঙচুর করছে তৃণমূল। আমরা চাই আসন্ন চার পুরসভায় ফ্রি এণ্ড ফেয়ার নির্বাচন করতে হবে। রাজ্য পুলিশ দিয়ে যা সম্ভব নয়। তাই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আসছি। গতকাল পূর্ব মেদিনীপুরের এসপি'কে এক সভায় মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা প্রসঙ্গ টেনে এদিন আক্রমণ করেন সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশ নিয়ে কতটা নির্বাচন ফ্রি এণ্ড ফেয়ার করবে, তা নিয়ে যথেষ্টই সন্দিহান তিনি।

advertisement

শিলিগুড়িতে (Siliguri) এদিন সুকান্ত (Sukanta Majumder) বলেন, "কলকাতার ভোটের সঙ্গে জেলার ভোট মেলালে হবে না। আমরা এখানে যথেষ্টই শক্তিশালী। ভোট দিতে বাধা দেওয়া হলে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করা হবে। রুখে দেওয়া হবে।" "এবারে শিলিগুড়ি পুরসভার মাথায় উড়বে বিজেপির (Bengal BJP)পতাকা। এমনটাই দাবি সুকান্ত মজুমদারের। তিনি আরও বলেন, "কলকাতার তুলনায় জেলায় শক্তিশালী বিজেপি। আমরা জানি কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট। সেভাবেই এগোবে বিজেপি।"

advertisement

আরও পড়ুন :  "আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নয়, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে" : যোগী আদিত্যনাথ

এর মধ্য দিয়েই যেন তৃণমূল কংগ্রেসকে (TMC) প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumder)। পাশাপাশি বলেন, রাজ্যে বিজেপির কোনও অন্তর্কলহ নেই। পদ না পেয়ে কয়েকজন নেতা বিক্ষোভ দেখাচ্ছেন। কেননা আগামিদিনে বিজেপি ক্ষমতায় আসবে। এদিকে এদিন প্রচারে নেমে জয়প্রকাশ মজুমদারকে নিয়েও মুখ খোলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ওনাকে সাময়িকভাবে শো-কজ ও বহিস্কৃত করা হয়েছে। স্বাভাবিকভাবে তিনি কী বলছেন সে বিষয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

রাজ‍্যপাল সংবিধান বিরোধী কোনও কাজ করছেন বলে আমার জানা নেই এবং উনিও বলতে পারেননি। রাজ‍্যপাল কোন ধারায় সংবিধানের বিরোধী কাজ করেছেন তা জানা নেই। রাজ্যপাল ইস্যুতে জয়প্রকাশ মজুমদারে ট্যুইট প্রসঙ্গে শিলিগুড়ির ১৭ নং ওয়ার্ডে প্রচারে যোগ দিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sukanta Majumder: "আমরা জানি কোন দেবতা কোন ফুলে তুষ্ট"... শিলিগুড়িতে তৃণমূলকে কী বার্তা সুকান্তর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল