Yogi Adityanath: "আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নয়, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে" : যোগী আদিত্যনাথ

Last Updated:

Yogi Adityanath: এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিউজ 18 -এর পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জিজ্ঞাসা করা হয়, কেন এখনও পর্যন্ত বিজেপি কোনও মুসলিম ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনীত করেনি।

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশে মহারণের দামামা বেজে গিয়েছে। গোরক্ষপুরে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন তিনি। Network18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এদিন বললেন, আমরা কোনও ধর্ম না কোনও ব্যক্তির মুখের দিকে নয়, উন্নয়ন এবং সম্প্রীতির দিকে মনোনিবেশ করি - ‘সবকা সাথ, সবকা বিকাশ’ আমাদের মূল মন্ত্র।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিউজ 18 -এর পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন এখনও পর্যন্ত বিজেপি কোনও মুসলিম ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনীত করেনি। প্রশ্নের উত্তরে যোগী আদিত্যনাথ জানান, “আমার মন্ত্রিসভায় একজন মুসলিম মন্ত্রী রয়েছেন।
advertisement
শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজন মুসলিম মন্ত্রী আরিফ মহম্মদ খান কেরলে রাজ্যপালের দায়িত্ব পালন করছেন।"
advertisement
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা উন্নয়ন এবং সম্প্রীতিকেই অগ্রাধিকার দিই। আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নই, আমরা দেশবিরোধী শক্তির বিরুদ্ধে। আমরা তুষ্টির রাজনীতির বিরুদ্ধে এবং কখনও ধর্মের নিরিখে ভেদাভেদ করি না।" একইসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, "স্বাধীনতার পর দেশে সবচেয়ে সৎ কাজ করেছে বিজেপি। ধর্মনিরপেক্ষতা মানে হিন্দুত্বের বিরোধিতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে তুষ্ট করা নয়।"
advertisement
২০২৪-এর আগে এটাই মহারণ। অর্থাৎ, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। আর সেই সূত্রেই এবারও যোগী আদিত্যনাথকেই (Yogi Adityanath) মুখ করে এগোচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এই প্রথম বিধানসভা ভোটে নিজের চেনা গড় গোরক্ষপুর থেকে লড়ছেন আদিত্যনাথ। ভোটের প্রথম দফা আর হাতে গোনা কয়েকদিন। তার আগে শুক্রবার News18-এর মুখোমুখি হয়ে যোগীর দাবি, "হেসেখেলে উত্তর প্রদেশে ৩০০ আসন পেরিয়ে যাবে বিজেপি।"
advertisement
যোগী আদিত্যনাথ নিউজ 18-কে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অগাধ বিশ্বাস দেখিয়েছে উত্তরপ্রদেশ। আমি নিশ্চিত যে বিজেপি উত্তর প্রদেশে ৩০০ আসন অতিক্রম করবে। ‘ডাবল ইঞ্জিন’ সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে, কারণ এই সরকারের সময়কালে নারী, শিশু সহ সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছে। ভারতীয় জনতা পার্টির ‘ডাবল ইঞ্জিন’ সরকার এবার ৩০০ আসন পাবে, এতে কোন সন্দেহই নেই। এবারের নির্বাচন ৮০:২০ শতাংশের একটি প্রতিযোগিতা। বিজেপি ৮০% আসন পাবে এবং অন্যান্য দলগুলি ২০% পাবে।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Yogi Adityanath: "আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নয়, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে" : যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement