Valentine's Day In JU: "১০ ই ফেব্রুয়ারির মধ্যেই খুঁজে নিতে হবে 'ভ্যালেন্টাইন'!" নড়েচড়ে বসল যাদবপুর কর্তৃপক্ষ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Valentines Day In JU: ভ্যালেন্টাইন'স ডে পালনের ফেক নোটিশ ঘিরে চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যাদবপুর থানা ও সাইবার ক্রাইম-এ অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
এই সংক্রান্ত একটি নোটিশ (Valentine's Day In JU) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার-এর সই জাল করে ছড়ানো হয় বলে অভিযোগ। তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে বিশ্ববিদ্যালয় গোটা ঘটনাটি নিয়ে যাদবপুর থানা এবং সাইবার ক্রাইম এ অভিযোগ জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এক আধিকারিকের ফোনে এবং কয়েকজন পড়ুয়ার ফোনে এই নোটিশটি আসে।
advertisement
advertisement
রেজিস্টারের সই থাকায় তৎক্ষণাৎ সেই আধিকারিক রেজিস্টার-এর সঙ্গে যোগাযোগ করেন। শুধু তাই নয় কয়েকজন পড়ুয়ার কাছেও সেই নোটিশটি আসায় তারাও যোগাযোগ করে রেজিস্টার এর সঙ্গে। তারপরে গোটা ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের (Valentine's Day In JU) রেজিস্ট্রার কথা বলেন উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে। উপাচার্য নির্দেশ দেন গোটা ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য। তারপরই পুলিশের কাছে শুক্রবার অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে।
advertisement
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্নেহ মঞ্জু বসু জানিয়েছেন "এই ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয় নাম করে এই ধরণের নোটিশ ছড়ানো হয়েছে তা আমাদের মর্মাহত করেছে। আমরা গোটা ঘটনাটি যাদবপুর থানা এবং সাইবার ক্রাইমের কাছে জানিয়েছি। "অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানা। তবে কে বা কারা রেজিস্টারের সই জাল করে এইভাবে নোটিশ ছড়াল তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জাল নোটিসের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই নোটিশ-কে ভুয়ো জানানোর পাশাপাশি এই নোটিসের প্রতি যাতে কেউ নজর না দেন তার আবেদন জানায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2022 7:25 PM IST