প্রথমবারের সাংসদ হলেও সুকান্ত মজুমদার গুটিয়ে থাকেননি। বরং পেশায় অধ্যাপক সুকান্ত প্রথম দিন থেকেই সংসদে দেশ ও দশের জন্য রেকর্ড সংখ্যক গঠনমূলক প্রশ্ন তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই কারণেই তিনি সেরা সাংসদ হিসেবে সংসদ রত্ন সম্মান পেতে চলেছেন।
আরও পড়ুন: গভীর রাতের আগুনে পুড়ে ছাই পোলট্রি ভর্তি মুরগি
advertisement
মঙ্গলবার দিল্লিতে সংসদ রত্ন পুরষ্কার কমিটি এই সম্মানের ঘোষণা করে। সেখানে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা হতেই বালুরঘাট সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে আনন্দের ঢেউ ওঠে। প্রাইম ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানানো হয়। সংসদের দুই কক্ষ মিলিয়ে সেরা ১৩ জন সাংসদ এবং ১ জন বর্ষিয়ান সাংসদকে তাঁদের জনহিতকর প্রশ্ন ও সরকারকে দিশা দেখানোর কর্মকুশলতার জন্য এই সংসদ রত্ন সম্মানে ভুষিত করা হয়েছে। এই ১৩ জন সাংসদের নামের তালিকার মধ্যে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের নাম রয়েছে দু'নম্বরে।
জানা গিয়েছে, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংসদে রেকর্ড-ব্রেকিং ৫২২ টি প্রশ্ন করেছেন, যা সমস্ত সাংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ। এই প্রশ্নগুলি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিস্তৃত বিষয়ের উপর আছে। পাশাপাশি তিনি সংসদে ৩২ টি বিতর্কেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। তাঁর এই সম্মানে খুশি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা মনে করছেন, এই সম্মানই প্রমাণ করছে সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার ঠিক কতটা দক্ষ।
অনুপ সান্যাল