মুর্শিদাবাদ: গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল পোলট্রির ফার্ম। নবগ্রামের কনকপাড়া এলাকার ঘটনা। কে বা কারা রাতের অন্ধকারে ওই পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক হাজার পোলট্রির মুরগি পুড়ে মারা গিয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গোটা ঘটনায় মাথায় হাত পড়েছে পোলট্রি ফার্মের মালিক সুপর্ণা মণ্ডলের। তিনি জানান, সোমবার রাত আড়াইটে নাগাদ হঠাৎ খবর পান তাঁর পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই খবর পেয়ে ছুটে এসে মালিক দেখেন তাঁর পোলট্রিতে থাকা সব মুরগি আগুনে পুড়ে মারা গিয়েছে।
আরও পড়ুন: অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অপরাধে গ্রেফতার ১
এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন পোলট্রি ফার্মের মালিক। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তারাও খতিয়ে দেখছে সত্যিই কেউ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছিল, নাকি গোটাটাই একেবারে দুর্ঘটনা।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire, Murshidabad news, Nabagram