নদিয়া: অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম পাঁচুগোপাল বসাক। তাহেরপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি অবৈধভাবে দেশি মদ বিক্রি করছিল।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ ও দেশি মদ উদ্ধার করছে পুলিশ। এবারেও গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বেআইনি দেশি মদ বিক্রেতা পাঁচুগোপাল বসাককে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল বেআইনি দেশি মদ।
আরও পড়ুন: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
প্রশাসন সূত্রে খবর, নদিয়ায় বেআইনি মদের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে একাধিকবার চোলাই মদ খাওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চোলাই এবং অবৈধ মদের কারবার ঠেকাতে নড়েচড়ে বসে জেলা পুলিশ। তারই এক নিদর্শন দেখা গেল তাহেরপুরে। পুলিশ সূত্রে খবর, অতর্কিত হানায় ওই বেআইনি মদ বিক্রেতা হতভম্ব হয়ে যায়। তার ফলেই পুলিশ তাকে বেআইনি দেশি মদের বোতলসহ গ্রেফতার করে। এইভাবে পুলিশের অভিযান চলতে থাকলে নদিয়া জেলায় বেআইনি মদের কারবার অনেকটাই বন্ধ হবে বলে সাধারন মানুষের আশা।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।