Nadia News: অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অপরাধে গ্রেফতার ১
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মদের বেআইনি করবার ঠেকাতে নদিয়াজুড়ে পুলিশের অভিযান। তাহেরপুরে গ্রেফতার অবৈধ দেশি মদ বিক্রেতা
নদিয়া: অবৈধভাবে দেশি মদ বিক্রি করার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম পাঁচুগোপাল বসাক। তাহেরপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি অবৈধভাবে দেশি মদ বিক্রি করছিল।
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণে বিলেতি মদ ও দেশি মদ উদ্ধার করছে পুলিশ। এবারেও গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে বেআইনি দেশি মদ বিক্রেতা পাঁচুগোপাল বসাককে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল বেআইনি দেশি মদ।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে খবর, নদিয়ায় বেআইনি মদের বিক্রি অনেকটাই বেড়ে গিয়েছে। এর আগে একাধিকবার চোলাই মদ খাওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে চোলাই এবং অবৈধ মদের কারবার ঠেকাতে নড়েচড়ে বসে জেলা পুলিশ। তারই এক নিদর্শন দেখা গেল তাহেরপুরে। পুলিশ সূত্রে খবর, অতর্কিত হানায় ওই বেআইনি মদ বিক্রেতা হতভম্ব হয়ে যায়। তার ফলেই পুলিশ তাকে বেআইনি দেশি মদের বোতলসহ গ্রেফতার করে। এইভাবে পুলিশের অভিযান চলতে থাকলে নদিয়া জেলায় বেআইনি মদের কারবার অনেকটাই বন্ধ হবে বলে সাধারন মানুষের আশা।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 4:09 PM IST