বিক্রেতাদের দাবি, “পরিবহন খরচ, পাইকারি দামের ওঠানামা, সঙ্গে আবহাওয়ার প্রভাব সব মিলিয়ে দাম কমার কোনও লক্ষণ নেই এখনই।” শহরের বিভিন্ন বাজার বয়েলখানা, শিরিষতলা, দিনবাজার ঘুরে দেখা গেল সবজি কিনতে গিয়ে কার্যত হাত পুড়ছে। তবে স্বস্তি দিচ্ছে সুফল বাংলা। সেখানকার স্টলে বাঁধাকপি মিলছে কিলো প্রতি ৩৮ টাকা, ফুলকপি ৪৫ টাকা, পটল ৫৫ টাকা, বেগুন ৬০ টাকা, আলু ১৫ টাকা কেজি। অন্যান্য শাক-সবজি গড়ে ৫০ টাকার ঘরে ঘোরাফেরা করছে।
advertisement
বাজারে সবজির দাম
বাজারের দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করে এক গৃহবধূ বলেন, “সপ্তাহের খরচের বাজেট একদম বদলে গেছে। আগের মতো বাজার নিয়ে চলা যাচ্ছে না।” এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির মুখ দেখাচ্ছে সরকারি ‘সুফল বাংলা’ স্টল। শহরের ইন্দিরা কলোনি, শিরিষতলা এবং বয়েলখানা বাজারে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে তুলনামূলক কম দামে সবজি মিলছে। সাধারণ মানুষ বলছেন,” এখানে সবজি অন্য বাজারের তুলনায় ৫-১০ টাকা কম দামে দেওয়া হয়। তাই সাধারণ মানুষ অনেকেই এখানে ভিড় করছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুফল বাংলার সামনে সকালে মানুষের ভিড় চোখে পড়ার মতো। হাতে ব্যাগ, চোখে হিসেব…কোনটা কত কেজি নিলে সপ্তাহে টিকে থাকা যায় সেই ভাবনা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে সাধারণ ক্রেতা। এক প্রবীণ ক্রেতা বললেন, “সবজি তো নিত্যপ্রয়োজনীয়। দাম বাড়লে কাটছাঁট করতে হয় অন্য জায়গায়। সুফল বাংলায় কম দামে পাওয়ায় অন্তত কিছুটা স্বস্তি।” সব মিলিয়ে, বাজারের অগ্নিমূল্য অবস্থার মধ্যেও ভরসার নাম হিসেবে সামনে আসছে সরকারি উদ্যোগ ‘সুফল বাংলা’।





