TRENDING:

Sufal Bangla Vegetables Price: মহার্ঘ বাজারে সস্তার নাম 'সুফল বাংলা'! অনেক সস্তায় মিলছে ফুলকপি থেকে অন্যান্য শাক-সবজি

Last Updated:

সপ্তাহের শুরুতেই চড়া সবজির বাজার, তবে এখানে বাজার করলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের! সোমবার সকাল, সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির বাজারে সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সপ্তাহের শুরুতেই চড়া সবজির বাজার, তবে এখানে বাজার করলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের! সোমবার সকাল, সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির বাজারে সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। বাজার ঘুরে দেখা গেল, প্রায় সব ধরনের সবজিতেই পঞ্চাশের নিচে দাম নেই। কিন্তু কেন এই ঊর্ধ্বমুখী দাম?
advertisement

বিক্রেতাদের দাবি, “পরিবহন খরচ, পাইকারি দামের ওঠানামা, সঙ্গে আবহাওয়ার প্রভাব সব মিলিয়ে দাম কমার কোনও লক্ষণ নেই এখনই।” শহরের বিভিন্ন বাজার বয়েলখানা, শিরিষতলা, দিনবাজার ঘুরে দেখা গেল সবজি কিনতে গিয়ে কার্যত হাত পুড়ছে। তবে স্বস্তি দিচ্ছে সুফল বাংলা। সেখানকার স্টলে বাঁধাকপি মিলছে কিলো প্রতি ৩৮ টাকা, ফুলকপি ৪৫ টাকা, পটল ৫৫ টাকা, বেগুন ৬০ টাকা, আলু ১৫ টাকা কেজি। অন্যান্য শাক-সবজি গড়ে ৫০ টাকার ঘরে ঘোরাফেরা করছে।

advertisement

বাজারে সবজির দাম

View More

আরও পড়ুন: সুন্দরবনে সাড়া ফেলে দেওয়া আবিষ্কার! খোঁজ মিলল প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়ার, গবেষণা ঘিরে আশার আলো বিজ্ঞান মহলে

বাজারের দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করে এক গৃহবধূ বলেন, “সপ্তাহের খরচের বাজেট একদম বদলে গেছে। আগের মতো বাজার নিয়ে চলা যাচ্ছে না।” এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির মুখ দেখাচ্ছে সরকারি ‘সুফল বাংলা’ স্টল। শহরের ইন্দিরা কলোনি, শিরিষতলা এবং বয়েলখানা বাজারে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে তুলনামূলক কম দামে সবজি মিলছে। সাধারণ মানুষ বলছেন,” এখানে সবজি অন্য বাজারের তুলনায় ৫-১০ টাকা কম দামে দেওয়া হয়। তাই সাধারণ মানুষ অনেকেই এখানে ভিড় করছেন।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মহার্ঘ বাজারে সস্তার নাম 'সুফল বাংলা'! অনেক সস্তায় মিলছে ফুলকপি থেকে অন্যান্য শাক-সবজি
আরও দেখুন

সুফল বাংলার সামনে সকালে মানুষের ভিড় চোখে পড়ার মতো। হাতে ব্যাগ, চোখে হিসেব…কোনটা কত কেজি নিলে সপ্তাহে টিকে থাকা যায় সেই ভাবনা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে সাধারণ ক্রেতা। এক প্রবীণ ক্রেতা বললেন, “সবজি তো নিত্যপ্রয়োজনীয়। দাম বাড়লে কাটছাঁট করতে হয় অন্য জায়গায়। সুফল বাংলায় কম দামে পাওয়ায় অন্তত কিছুটা স্বস্তি।” সব মিলিয়ে, বাজারের অগ্নিমূল্য অবস্থার মধ্যেও ভরসার নাম হিসেবে সামনে আসছে সরকারি উদ্যোগ ‘সুফল বাংলা’।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sufal Bangla Vegetables Price: মহার্ঘ বাজারে সস্তার নাম 'সুফল বাংলা'! অনেক সস্তায় মিলছে ফুলকপি থেকে অন্যান্য শাক-সবজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল