দৃষ্টিনন্দনের এই জিনিসপত্র যে কারও হৃদয় ছুঁয়ে নিবে। ময়নাগরের বাসিন্দা অমৃত রায় একসময় অন্যের দোকানে ফার্নিচার মিস্ত্রির কাজ করতেন।
তারপর সেখান থেকেই কাজ শিখে অনেক সময় নদীতে ভেসে আসা গাছের গুড়ি-সহ আরও জিনিসপত্র সংগ্রহ করে তা দিয়ে তৈরি করে ফেলেছেন একের পর এক আসবাবপত্র ও বিভিন্ন রকম শোপিস। এই জিনিসগুলো বিভিন্ন মেলায় মেলায় তিনি বিক্রি করেন।
advertisement
শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা ,কলকাতা-সহ বিভিন্ন মেলায় তিনি তাঁর হাতের তৈরি বিভিন্ন আসবাব পত্র বিক্রি করেন। দৃষ্টিনন্দন তাঁর এসব জিনিসপত্র দেখে সকলেই মুগ্ধ। অমৃত রায় কুড়িয়ে পাওয়া গাছের গুড়ি দিয়ে তৈরী করছেন ড্রেসিং টেবিল ,চেয়ার, দুর্গার মূর্তি, ড্রাইনিং টেবিল এছাড়া শোপিস-সহ আরও অনেক কিছু।
তাঁর হাতের তৈরি দুর্গা প্রতিমার দাম ৬০ হাজার, এছাড়া ডাইনিং সেট ৩৫ হাজার থেকে ৪০ হাজার,চেয়ার ৫ হাজার শো পিস ১২০০ থেকে ১৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ফেলে দেওয়া গাছের গুঁড়ি আর শেকড় দিয়ে হাতের নিপুণ ছোঁয়া দৃষ্টি আকর্ষণ করে সকলের।
অমৃত রায় জানান,১৫ বছর ধরে এই কাজ করছেন।তিনি গাছের ফেলনা নিচের অংশ দিয়ে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন জিনিস তৈরি করেন। যেটি মানুষের ঘরের শোভাবর্ধন করে। দূর দুরান্ত থেকে মানুষ তার কাছে আসে দৃষ্টিনন্দন এসব জিনিস সংগ্রহ করতে।
পিয়া গুপ্তা





