TRENDING:

Success story: নদীতে ভেসে আসা কাঠ,গাছের গুঁড়ি দিয়েই তৈরি হচ্ছে আসবাব! দেখে নিন শিল্পীর অনবদ্য সৃষ্টিকে

Last Updated:

অনেক সময় নদীতে ভেসে আসা গাছের গুড়ি-সহ আরও জিনিসপত্র সংগ্রহ করে তা দিয়ে তৈরি করে ফেলেছেন একের পর এক আসবাবপত্র ও বিভিন্ন রকম শোপিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: নদীতে ভেসে আসা গাছের গুঁড়ি দিয়েই বিভিন্ন আসবাবপত্র তৈরি করে মেলায় মেলায় বিক্রি করছেন ময়নাগুড়ি থেকে আসা শিল্পী অমৃত রায়। সারাদিন কাঠের গায়ে টুংটাং শব্দে ডিজাইন করে বানাচ্ছেন নানারকমের আসবাবপত্র, চিত্রশিল্প এছাড়া শোপিস।
advertisement

দৃষ্টিনন্দনের এই জিনিসপত্র যে কারও হৃদয় ছুঁয়ে নিবে। ময়নাগরের বাসিন্দা অমৃত রায় একসময় অন্যের দোকানে ফার্নিচার মিস্ত্রির কাজ করতেন।

তারপর সেখান থেকেই কাজ শিখে অনেক সময় নদীতে ভেসে আসা গাছের গুড়ি-সহ আরও জিনিসপত্র সংগ্রহ করে তা দিয়ে তৈরি করে ফেলেছেন একের পর এক আসবাবপত্র ও বিভিন্ন রকম শোপিস। এই জিনিসগুলো বিভিন্ন মেলায় মেলায় তিনি বিক্রি করেন।

advertisement

শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা ,কলকাতা-সহ বিভিন্ন মেলায় তিনি তাঁর হাতের তৈরি বিভিন্ন আসবাব পত্র বিক্রি করেন। দৃষ্টিনন্দন তাঁর এসব জিনিসপত্র দেখে সকলেই মুগ্ধ। অমৃত রায় কুড়িয়ে পাওয়া গাছের গুড়ি দিয়ে তৈরী করছেন ড্রেসিং টেবিল ,চেয়ার, দুর্গার মূর্তি, ড্রাইনিং টেবিল এছাড়া শোপিস-সহ আরও অনেক কিছু।

View More

তাঁর হাতের তৈরি দুর্গা প্রতিমার দাম ৬০ হাজার, এছাড়া ডাইনিং সেট ৩৫ হাজার থেকে ৪০ হাজার,চেয়ার ৫ হাজার শো পিস ১২০০ থেকে ১৫০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ফেলে দেওয়া গাছের গুঁড়ি আর শেকড় দিয়ে হাতের নিপুণ ছোঁয়া দৃষ্টি আকর্ষণ করে সকলের।

advertisement

অমৃত রায় জানান,১৫ বছর ধরে এই কাজ করছেন।তিনি গাছের ফেলনা নিচের অংশ দিয়ে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন জিনিস তৈরি করেন। যেটি মানুষের ঘরের শোভাবর্ধন করে। দূর দুরান্ত থেকে মানুষ তার কাছে আসে দৃষ্টিনন্দন এসব জিনিস সংগ্রহ করতে।

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Success story: নদীতে ভেসে আসা কাঠ,গাছের গুঁড়ি দিয়েই তৈরি হচ্ছে আসবাব! দেখে নিন শিল্পীর অনবদ্য সৃষ্টিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল