মালদহ ডিএসএ’র মাঠে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ন’টায় আন্তঃরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার সূত্র জানা গেছে, সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি ও গ্রুপ ডি র সমস্ত ম্যাচ মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে।
advertisement
গ্রুপ বিতে রয়েছে মেঘালয়, গুজরাট, কর্ণাটক ও বিহার। গ্রুপ ডিতে রয়েছে ঝাড়খন্ড পাঞ্জাব ও মহারাষ্ট্র। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের খেলা সকল নয়টায় শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে খেলা শুরু হবে বেলা তিনটেয়। জেলায় এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া প্রেমিদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশ সিরিজের আগে জোর ধাক্কা টিম ইন্ডিয়ার! চোট পেলেন অধিনায়ক
এই বিষয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,”সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে মালদায়। মোট সাতটি রাজ্য মালদহে খেলতে আসছে। মালদহ জেলার পক্ষে এটি একটি ভাল। এই ধরনের প্রতিযোগিতা জেলার প্রতি প্রতিভাবান খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে।” প্রসঙ্গত, গতবছর মালদহে অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের এই প্রতিযোগিতা। এই বছর মহিলাদের প্রতিযোগিতা করানোর সুযোগ মিলেছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে।
হরষিত সিংহ