TRENDING:

Malda News: মালদহে সাব জুনিয়র মহিলা ফুটবলের আসর! খেলতে আসছে সাতটি রাজ্য

Last Updated:

Malda News: জাতীয় মহিলা ফুটবলের আসর বসছে মালদহে। আগামী ২ সেপ্টেম্বর থেকে মালদহে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ও আইএফ- এর যৌথ উদ্যোগে সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: জাতীয় মহিলা ফুটবলের আসর বসছে মালদহে। আগামী ২ সেপ্টেম্বর থেকে মালদহে এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ও আইএফ- এর যৌথ উদ্যোগে সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তারই দুইটি গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদহ ডিএসএ ময়দানে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

মালদহ ডিএসএ’র মাঠে ২ সেপ্টেম্বর সোমবার সকাল ন’টায় আন্তঃরাজ্য সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার সূত্র জানা গেছে, সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ বি ও গ্রুপ ডি র সমস্ত ম্যাচ মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়াও একটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে।

advertisement

গ্রুপ বিতে রয়েছে মেঘালয়, গুজরাট, কর্ণাটক ও বিহার। গ্রুপ ডিতে রয়েছে ঝাড়খন্ড পাঞ্জাব ও মহারাষ্ট্র। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের খেলা সকল নয়টায় শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে খেলা শুরু হবে বেলা তিনটেয়। জেলায় এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া প্রেমিদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুনঃ India vs Bangladesh: বাংলাদেশ সিরিজের আগে জোর ধাক্কা টিম ইন্ডিয়ার! চোট পেলেন অধিনায়ক

advertisement

View More

এই বিষয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,”সাব জুনিয়র গার্লস জাতীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে মালদায়। মোট সাতটি রাজ্য মালদহে খেলতে আসছে। মালদহ জেলার পক্ষে এটি একটি ভাল। এই ধরনের প্রতিযোগিতা জেলার প্রতি প্রতিভাবান খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে।” প্রসঙ্গত, গতবছর মালদহে অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের এই প্রতিযোগিতা। এই বছর মহিলাদের প্রতিযোগিতা করানোর সুযোগ মিলেছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহে সাব জুনিয়র মহিলা ফুটবলের আসর! খেলতে আসছে সাতটি রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল