আরও পড়ুন: দার্জিলিঙের কমলা তো অনেক খেলেন, এবার স্বাদ বদল হোক ভুটানের লেবুতে
মডেল স্কুলটি চালু ও সরকারি হাইস্কুল তৈরির দাবি তুলেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর বাসিন্দারা। তাঁদের কথায়, জয়গাঁয় কোনও সরকারি হাইস্কুল না থাকায় প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের স্কুলে যেতে হচ্ছে এখানকার পড়ুয়াদের। কাউকে আবার তার থেকেও বেশি দূরে যেতে হয়। এতে ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে বলে দাবি এলাকাবাসীদের।
advertisement
মহম্মদ নজরুল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এখানে অনেক পড়ুয়াদের অভিভাবকরাই দিনমজুর অথবা চা শ্রমিক। তাঁদের পক্ষে দূরে ছেলে-মেয়েদের পড়তে পাঠানো অনেক খরচ সাপেক্ষ হয়ে যায়। ফলে অনেকেই অর্থের অভাবে ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। অথচ জয়গাঁয় মডেল স্কুল চালু হলে এই অসুবিধা থাকবে না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মডেল স্কুলে অতিথি শিক্ষক নিয়োগের কাজ সম্পন্ন হলেই তা চালু করে দেওয়া হবে। জয়গাঁয় তৈরি হওয়া সরকারি মডেল স্কুলটি ইংরেজি মাধ্যমের হতে চলেছে। এটি জয়গাঁ-১ পঞ্চায়েতের ভুলন চৌপথি এলাকায় অবস্থিত। পূর্ত দফতরের তদারকিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে স্কুলভবন তৈরি হয়েছে। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের সুবিধা আছে এই স্কুলে।তিনটি আলাদা ভবন তৈরি হয়েছে। শ্রেণিকক্ষের সংখ্যা ৪০ টি।
অনন্যা দে