এবার জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন স্কুলের তিন পড়ুয়া ও স্কুলের ফুটবল দলের প্রশিক্ষক। তার জন্য চলছে জোরকদমে অনুশীলন। চা বলয় ও বনবস্তির বাসিন্দা হওয়া সত্ত্বেও সকল বাধ্য বাধকতাকে দূরে সরিয়ে পড়ুয়াদের এই হাফল্যে খুশি স্কুল কতৃপক্ষ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫০টি স্কুল অংশগ্রহণ করেছিল রাজ্য স্তরের এই ফুটবল প্রতিযোগিতায়। যেখানে ফাইনালে কালিম্পংয়ের কাছে পরাজিত হয় আলিপুরদুয়ারের খেলোয়াড়রা।
advertisement
আরও পড়ুন: গুরুত্বপূর্ণ দুই সেতুর বেহাল দশা, কী বলছে ঝলদার মানুষ?
ফাইনালে হারলেও এই কৃতিত্ব কম নয়। এই বিষয়ে স্কুলের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করাও জরুরি।এজন্য সেটাতেও বিদ্যালয়ের তরফে মনোযোগ দেওয়া দরকার। খেলার ফলে পড়ুয়াদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও ঘটে।
অনন্যা দে
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2024 6:10 PM IST