পাশাপাশি সকলের সাধ্যের মধ্যে আনার উদ্দ্যেশ্যে কম পয়সায় প্যাড বিলি করলেও বাস্তবের প্যাডম্যান কোথায়? তবে বাস্তবে মাত্র ৫ টাকার বিনিময়ে অরগ্যানিক উপায়ে প্যাড প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছে জলপাইগুড়ি শহরের ভোটপট্টী হাই স্কুলের মেয়েরা।
আরও পড়ুন: মিলছে ৮.০৫% সুদ, শীঘ্রই বন্ধ হতে চলেছে এই Special FD স্কিম, দেখে নিন লেটেস্ট আপডেট
advertisement
ক্যেমিক্যাল নয় বরং পরিবেশবান্ধব জিনিস দিয়েই ওরা তৈরি করেছে এই প্যাড। মূলত ফেলে দেওয়া কলা গাছের থোঁড় দিয়ে তৈরি হয়েছে এই প্যাড। খরচ পড়ছে মাত্র ৩টাকা। এখন ভাবছেন কলা গাছের থোড় দিয়ে স্যানিটারি প্যাড কিভাবে তৈরি হয়? তা হলে জানুন, কলা গাছের থোড়, নিম পাতা বাটা, ডেটল, কাঁচা হলুদ এবং স্বল্প পরিমাণে কাপড় দিয়ে বাড়িতেই তৈরি হয়েছে প্যাড।
আরও পড়ুন: Sukanya Samriddhi যোজনায় বছরে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?
স্কুলের ছাত্র-ছাত্রীদের কথায়, “এখনও অনেকেই বহু মূল্যের নামিদামি কোম্পানির প্যাড কিনতে পারেন না। আমাদের বানানো প্যাড মাত্র ৫ টাকার বিনিময়ে পৌঁছে যাবে প্রতিটি ঘরে।” বিশেষ করে চা বাগান এলাকার মহিলাদের জন্য এটি সত্যিই একটি সুখবর।
জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে পরিবেশবান্ধব এই প্যাড প্রদর্শন করল ভোট পট্টি স্কুলের ছাত্রীরা। এতে উপকৃত হবেন বহু মহিলারা। ছাত্রীদের এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই।
সুরজিৎ দে