জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ডিএসপি অঙ্কুর সিংহ রায় জানান, ট্রাফিক নিয়ম কড়া ভাবে পালন করা হচ্ছে জেলার সর্বত্র। তাই জেলার বেশিরভাগ বাইক বা স্কুটি চালক হেলমেট পরছেন। বাকি নিয়মও সমান ভাবে পালন করা হচ্ছে জেলার সর্বত্র। তবে কিছু ক্ষেত্রে হেলমেট ছাড়া কিছু মানুষ বাইক বা স্কুটি চালিয়ে থাকছেন। তবে বাইক বা স্কুটি চালাতে প্রয়োজন পেট্রোল। তাই এবার পেট্রোল পাম্পগুলিতে দেওয়া হল বিশেষ নির্দেশিকা। এখন থেকে কোনও বাইক বা স্কুটি চালক হেলমেট ছাড়া পেট্রোল ভরতে পারবেন না যানবাহনে।
advertisement
তিনি আরও জানান, চালকের পেছনে কেউ থাকলে তাঁকেও হেলমেট পরতে হবে। এর ফলে হেলমেট পড়ে বাইক বা স্কুটি চালানোর প্রবণতা বাড়বে। ফলে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকটা কমবে। বিষয়টি ইতিমধ্যেই সমস্ত পেট্রোল পাম্পকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাম্পগুলিতে বিশেষ নিরাপত্তাসূচি এবং নিয়মাবলী ব্যানার আকারে লাগাতে বলা হয়েছে। কোচবিহারের এক বাসিন্দা জগদীশ সাহা বলেন, “জেলা ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এই পদক্ষেপের মাধ্যমে সত্যিই অনেকটাই উপকার হবে চালকদের। আগামী দিনে আরও ভাল পদক্ষেপ করুক জেলা ট্রাফিক পুলিশ।”
বর্তমানে জেলায় এই নতুন নিয়মে হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালানোর প্রবণতা আরও অনেকটাই কমবে। তবে বিশেষ এই নিয়মে অনেকটাই বিপাকে পড়েছেন ট্রাফিক আইন অমান্যকারী বেশ কিছু বাইক বা স্কুটি চালক। জেলার বেশিরভাগ মানুষ যদিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সার্থক পণ্ডিত