TRENDING:

Road Safety: বাইক-স্কুটি চালকদের নিয়ে কড়া পদক্ষেপ! ‌কোনও ভাবেই পাম্পে তেল মিলবে না এই কাজ না করলে

Last Updated:

হেলমেট ছাড়া কোনও বাইক বা স্কুটি চালক পেট্রোল নিতে পারবেন না পেট্রোল পাম্প থেকে। এমনটাই স্পষ্ট জানানো হয়েছে পাম্প কর্তৃপক্ষকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক পদক্ষেপ করেছে জেলা পুলিশ। বিগত বছর থেকে এই সকল পদক্ষেপের ফলে রেকর্ড হারে কমেছে সড়ক দুর্ঘটনার মাত্রা। বর্তমান সময়ে কেউ ট্রাফিক নিয়ম না মানলেই হতে হচ্ছে কড়া পদক্ষেপের শিকার। এরই মাঝে ফের আরেক নিয়ম করা হল ট্রাফিক পুলিশের মাধ্যমে। বাইক বা স্কুটি চালকদের জন্য এই নিয়ম সড়ক দুর্ঘটনা আরও কমাবে। এমনটাই মনে করছেন সাধারণ মানুষের একাংশ। হেলমেট ছাড়া কোনও বাইক বা স্কুটি চালক পেট্রোল নিতে পারবেন না। এমনটাই স্পষ্ট জানানো হয়েছে।
advertisement

জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ডিএসপি অঙ্কুর সিংহ রায় জানান, ট্রাফিক নিয়ম কড়া ভাবে পালন করা হচ্ছে জেলার সর্বত্র। তাই জেলার বেশিরভাগ বাইক বা স্কুটি চালক হেলমেট পরছেন। বাকি নিয়মও সমান ভাবে পালন করা হচ্ছে জেলার সর্বত্র। তবে কিছু ক্ষেত্রে হেলমেট ছাড়া কিছু মানুষ বাইক বা স্কুটি চালিয়ে থাকছেন। তবে বাইক বা স্কুটি চালাতে প্রয়োজন পেট্রোল। তাই এবার পেট্রোল পাম্পগুলিতে দেওয়া হল বিশেষ নির্দেশিকা। এখন থেকে কোনও বাইক বা স্কুটি চালক হেলমেট ছাড়া পেট্রোল ভরতে পারবেন না যানবাহনে।

advertisement

তিনি আরও জানান, চালকের পেছনে কেউ থাকলে তাঁকেও হেলমেট পরতে হবে। এর ফলে হেলমেট পড়ে বাইক বা স্কুটি চালানোর প্রবণতা বাড়বে। ফলে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকটা কমবে। বিষয়টি ইতিমধ্যেই সমস্ত পেট্রোল পাম্পকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পাম্পগুলিতে বিশেষ নিরাপত্তাসূচি এবং নিয়মাবলী ব্যানার আকারে লাগাতে বলা হয়েছে। কোচবিহারের এক বাসিন্দা জগদীশ সাহা বলেন, “জেলা ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এই পদক্ষেপের মাধ্যমে সত্যিই অনেকটাই উপকার হবে চালকদের। আগামী দিনে আরও ভাল পদক্ষেপ করুক জেলা ট্রাফিক পুলিশ।”

advertisement

View More

বর্তমানে জেলায় এই নতুন নিয়মে হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালানোর প্রবণতা আরও অনেকটাই কমবে। তবে বিশেষ এই নিয়মে অনেকটাই বিপাকে পড়েছেন ট্রাফিক আইন অমান্যকারী বেশ কিছু বাইক বা স্কুটি চালক। জেলার বেশিরভাগ মানুষ যদিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সার্থক পণ্ডিত

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Safety: বাইক-স্কুটি চালকদের নিয়ে কড়া পদক্ষেপ! ‌কোনও ভাবেই পাম্পে তেল মিলবে না এই কাজ না করলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল