TRENDING:

Straberry Cultivation: পর্যটনের ভরা মরশুমে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষিরা

Last Updated:

Straberry Cultivation: উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত, টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষিরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গের দার্জিলিঙে পর্যটনের আয়ের একমাত্র নিদর্শন হলো এখানকার বিখ্যাত চা পাতা। বরাবরই পাহাড়ে ঘুরতে আসা সকল পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় থাকে দার্জিলিং চা। তবে দার্জিলিং পাহাড়ের স্ট্রবেরি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রত্যেক বছরই এই স্ট্রবেরি দেখতে এবং নিজের হাতে গাছ থেকে ছিড়ে স্ট্রবেরি খেতে দার্জিলিংয়ের চিমনিতে ভিড় জমায় দূরদূরান্ত থেকে ছুটে আসা পর্যটকেরা। দার্জিলিং এর বুকে চিমনি পাহাড়ের ঢালে বহু বছর থেকে এই স্ট্রবেরি চাষ করে পর্যটনে নতুন করে আইডি সে দেখাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা।
advertisement

পর্যটনের ভরা মরশুমে প্রবল বৃষ্টিপাতের জেরে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষীরা।দুর্গাপূজোর আগে আকাশের মুখ ভার, ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত , টানা বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস ব্যাহত জনজীবন। স্ট্রবেরি চাষের জন্য প্রবল বৃষ্টিপাত ক্ষতিকর সেই অর্থেই উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষীরা। উত্তরবঙ্গের দার্জিলিং এর বুকে চিমনি পাহাড়ে স্ট্রবেরি চাষ করে স্বাবলম্বী হয়েছে বহু মানুষ। কোনরকম রাসায়নিক সার ছাড়াই একদম অর্গানিক উপায়ে স্ট্রবেরি চাষ করা হয়।

advertisement

আরও পড়ুনঃ বন্যার জলে ক্ষতি চাষে, নষ্ট হেক্টর হেক্টর চাষজমি

প্রত্যেক বছর এই স্ট্রবেরির টানে চিমনি পাহাড়ে ছুটে আসে প্রচুর পর্যটক। সেই অর্থে অনেকে বাগান থেকে স্ট্রবেরি এবং স্ট্রবেরি তৈরি জ্যামসহ নানা জিনিস কিনে নিয়ে যায় সেই অর্থে আয়ও ভালো হয়। চলতি বছরে আগস্ট মাসেই স্ট্রবেরি গাছে ফুল আশায় গাছে স্ট্রবেরি এর ফলনও তাড়াতাড়ি শুরু হয়েছে স্বাভাবিকভাবেই খুশি ছিল স্ট্রবেরি চাষীরা তবে উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাত যেন তাদের মুখের হাসি কেড়ে নিয়েছে। এই প্রসঙ্গে এক স্ট্রবেরি চাষী রূপা লামা বলেন টানা বৃষ্টিপাতের জেরে প্রচুর ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই গাছের ২৫ শতাংশ স্ট্রবেরি নষ্ট হয়ে গিয়েছে।

advertisement

View More

অর্গানিক উপায়ে তৈরি এই স্ট্রবেরি দেখতে যতটাই সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু। বর্তমানে উত্তরবঙ্গের পর্যটনে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে এই স্ট্রবেরি চাষ। এখানে চাষ করা স্ট্রবেরি পর্যটকদের অত্যন্ত পছন্দের। শুধু স্ট্রবেরি নয় স্ট্রবেরি দিয়ে তৈরি জ্যামসহ নানা জিনিস এখান থেকে পর্যটকেরা কিনে নিয়ে যায়, তবে পর্যটনের এই ভরা মরশুমে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Straberry Cultivation: পর্যটনের ভরা মরশুমে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে স্ট্রবেরি চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল