TRENDING:

Madhyamik Result 2025: দু'চোখে অন্ধকার নিয়েও হাঁটতে চায় আলোর পথে! মাধ্যমিকে সফল এই ছাত্র! বাধা-বিপত্তি পেরিয়ে মেধার জয়

Last Updated:

Madhyamik Result 2025: ছোটবেলা থেকেই বহু বাধা-বিপত্তি এবং আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করে পড়াশোনা করে গিয়েছে সে। তার সফলতায় স্কুলের শিক্ষক থেকে শুরু করে তার পরিবার খুশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মাধ্যমিকের ফলাফলে সেরা দশের তালিকায় স্থান পেয়েছে জেলার দুই কৃতী। তবে নিজের লড়াই দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে আরেক ছাত্র। জেলার টাউন হাই স্কুলের এক বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থী। তার নাম পঙ্কজ বর্মণ। মাত্র এক বছর বয়সে সে হারিয়েছে নিজের মাকে। এবার তাঁর মাধ্যমিকের ফলাফলে খুশি বহু মানুষ। ছোটবেলা থেকেই বহু বাধা-বিপত্তি এবং আর্থিক দুরবস্থার সঙ্গে লড়াই করে পড়াশোনা করে গিয়েছে সে। তার সফলতায় স্কুলের শিক্ষক থেকে শুরু করে তার পরিবার খুশি।
advertisement

পঙ্কজ জানায়, ছোটবেলা থেকেই তার পড়াশোনা করতে বেশ ভাললাগে। তবে অনেকটা বাধা-বিপত্তি পেরোতে হয়েছে তাঁকে। বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয়েছে শুরু থেকেই। তাই মাধ্যমিকে তাঁর এই সাফল্যের কারণে তাঁর পরিবার রীতিমত খুশি। আগামী দিনে সে পড়াশোনা নিয়ে আরও অনেকটা এগিয়ে যেতে চায়। যদিও এই বিষয়ে তার পরিবার সব সময় পাশেই রয়েছে। তবুও আর্থিক দুরবস্থা বেশ কিছুটা ভাবিয়ে তোলে তাকে। তবে শুরু থেকেই তার স্কুল শিক্ষকেরা অনেকটা সাহায্য করেছেন। তাই তাঁর এই সাফল্য সে পেয়েছে।

advertisement

পঙ্কজ দাদু শচীন রায় জানান, মাত্র এক বছর বয়সেই পঙ্কজের মা মারা গিয়েছেন। তারপর থেকে দাদু বাড়িতে থেকেই সে বড় হয়েছে। নাতির এই সাফল্যে তিনি এবং গোটা পরিবার খুশি। আগামী দিন নিজেদের সামর্থ্য অনুযায়ী নাতি যতদূর পড়তে চায়। ততদূর তারা পড়াবেন।

এছাড়া টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক লিটন দাস জানান, স্কুলের এই ছাত্রের সফলতায় তিনি খুশি। হয়তো স্কুলের থেকে সেরা দশে কেউ নেই। বর্তমান সময়ে পঙ্কজের ভবিষ্যৎ দিনের ইচ্ছা পড়াশোনা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়া। বিশেষভাবে সক্ষম এবং দুস্থ পঙ্কজের আগামী দিনে আরও অনেকটা সহায়তা প্রয়োজন।  যাতে সে তার নিজের লক্ষ্য পূরণ করে সকলের স্কুলের নাম উজ্জ্বল করে তুলতে পারে। তাই সরকারি কিংবা বেসরকারি আর্থিক সাহায্য তার অনেকটাই প্রয়োজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Madhyamik Result 2025: দু'চোখে অন্ধকার নিয়েও হাঁটতে চায় আলোর পথে! মাধ্যমিকে সফল এই ছাত্র! বাধা-বিপত্তি পেরিয়ে মেধার জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল