আই পি এফ সুরেন্দ্র সিং জানান, “উত্তর পূর্ব রেলের একটি অন্যতম গুরত্বপূর্ণ স্টেশন হল নিউ জলপাইগুড়ি প্লাটফর্ম। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। দুদিন বাদেই দেশ মাতবে প্রজাতন্ত্র দিবস উদযাপনে। তার আগে যে কোনও ধরনের নাশকতা রুখতে জিআরপি ও আরপিএফ-এর যৌথ উদ্যোগে এই নাকা চেকিং করা হচ্ছে।” নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ‘প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা রেলওয়ে স্টেশন চত্বরে বিশেষ তল্লাশি অভিযান চালানো হবে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রীদের লাগেজ, ওয়েটিং রুম সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে। স্নিফার ডগ দিয়েও চলবে তল্লাশি। একই সঙ্গে প্রতিটি ট্রেনে চার জন আরপিএফ অফিসারদেরকে রাখা হবে বলে রেল সূত্রে খবর। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সারা দেশ জুড়েই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শিলিগুড়িতে বিভিন্ন মাঠে কুচকাওয়াজের মহরা চলছে। শিলিগুড়ি শহরকে নিরাপত্তায় মুড়ে ফেলতে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। শহর যাতে নিরাপদ থাকে তার সমস্ত ব্যবস্থাই নিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে এই বছর বাংলাদেশে চলছে অশান্ত পরিস্থিতি, স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে কোথাও কোন ফাঁকফোকর রাখতে চাইছে না প্রশাসন।
অনির্বাণ রায়





