কলেজের আনাচে-কানাচে দেওয়ালে সযত্নে লাগানো একটি ছোট্ট কিউআর কোড। যা স্ক্যান করলেই খুলে যাবে অভিযোগ জানানোর ফর্ম।এই কিউআর কোডের মাধ্যমে কলেজ পড়ুয়ারা সরাসরি জানাতে পারবে যদি কেউ তাদের মানসিক বা শারীরিকভাবে হেনস্থা করে। কোথায় ঘটেছে ঘটনা, কে করেছে, কীভাবে হয়েছে – সব ধরনের তথ্য সেখানে জানানো যাবে। অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে একেবারে তৎক্ষণাৎ, এবং অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কলেজ প্রশাসন।
advertisement
কলেজের অধ্যক্ষ জানান, ‘ছাত্রদের সুরক্ষা এবং মানসিক স্বস্তির কথা মাথায় রেখেই আমরা এই ডিজিটাল ব্যবস্থা চালু করেছি। মুখে না বলতে পারলেও প্রযুক্তির সাহায্যে তারা যেন তাদের সমস্যার কথা জানাতে পারে, সেটাই লক্ষ্য।’
এক ছাত্রের কথায়, ‘সবাই তো আর সরাসরি কথা বলতে পারে না। অনেক সময় ভয় কাজ করে। এই কিউআর কোড আমাদের সাহস দিয়েছে। অন্তত এখন জানাতে পারব, যদি কিছু হয়।’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জেনারেল কলেজগুলোর মধ্যে এই প্রযুক্তি ব্যবহার নজর কেড়েছে অনেকের। ভবিষ্যতে আরও কলেজে এমন উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথাও উঠে আসছে। প্রযুক্তির ব্যবহার এবার ছাত্রসুরক্ষার এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন শিক্ষা মহল!
সুরজিৎ দে