TRENDING:

South Dinajpur News: নদী দূষণমুক্ত করতে অভিনব ব্যবস্থা! জেলায় প্রথম, খরচ ১০ লাখ টাকা, পুরো সিস্টেম অবাক করার মতই

Last Updated:

প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে আত্রেয়ী নদীর জলকে সুরক্ষিত, পরিশ্রুত করতে বড়সড় উদ্যোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদী দূষণমুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট পঞ্চায়েত সমিতি। বেশি জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে নর্দমার মাধ্যমে যে জল নদীতে মেশে সেই সমস্ত নর্দমার মুখে বিশেষ ব্যবস্থা করা কাজ শুরু করেছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে পতিরাম রেগুলেটেড মার্কেটের পিছনের পাড়াতে যে জল নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেই নর্দমার শেষ প্রান্তে নদীর বাঁধ লাগোয়া অঞ্চলে এই রিজার্ভার ও ফিল্টার ব্যবস্থা করা হয়েছে। মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে নর্দমার জলকে পরিশ্রুত করে নদীর জলে ফেলার প্রক্রিয়াকরণ চালু হয়েছে।
advertisement

এদিন স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই এলাকায় নয়, পতিরামের একাধিক নর্দমা আত্রেয়ী নদীর জলে মিশছে। প্রতিটি জায়গায় এই ধরনের প্রকল্প হলে আরও ভাল হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পদ্ধতিতে এই যে ফিল্টার তৈরি হয়েছে তাতে বর্ষাকালে যে পরিমাণ জলের চাপ এই অঞ্চলে হয়, তা নিতে পারবে না। এই ফিল্টারের মুখ একটু বড় হলে সুবিধা হত। নয়তো জল জমা হয়ে থাকবে। এমনকি বর্ষাকালে জল জমে এলাকায় বিপত্তি হতে পারে।

advertisement

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে ডাব টোটো! হারভেস্টারের সঙ্গে ধাক্কায় সাংঘাতিক কাণ্ড, জখম ২

এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, “আত্রেয়ী নদীর জলকে সুরক্ষিত করা এবং পরিশ্রুত করার জন্যই এই উদ্যোগ। মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প জেলার মধ্যে একেবারেই প্রথম। ভবিষ্যতে জেলার বিভিন্ন ব্লক থেকে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া হবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই পদ্ধতিতে নর্দমার জলকে প্রথমে বিভিন্ন ফিল্টার ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত করা হবে, যাতে জল পরিষ্কার হয় এবং নদীর জলে পৌঁছনোর আগে দূষণমুক্ত হয়। পরিশোধিত জল নদীর জলে মিশলে নদীর জলের গুণমান উন্নত হয় এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কম হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: নদী দূষণমুক্ত করতে অভিনব ব্যবস্থা! জেলায় প্রথম, খরচ ১০ লাখ টাকা, পুরো সিস্টেম অবাক করার মতই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল