এদিন স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই এলাকায় নয়, পতিরামের একাধিক নর্দমা আত্রেয়ী নদীর জলে মিশছে। প্রতিটি জায়গায় এই ধরনের প্রকল্প হলে আরও ভাল হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পদ্ধতিতে এই যে ফিল্টার তৈরি হয়েছে তাতে বর্ষাকালে যে পরিমাণ জলের চাপ এই অঞ্চলে হয়, তা নিতে পারবে না। এই ফিল্টারের মুখ একটু বড় হলে সুবিধা হত। নয়তো জল জমা হয়ে থাকবে। এমনকি বর্ষাকালে জল জমে এলাকায় বিপত্তি হতে পারে।
advertisement
আরও পড়ুন: দুমড়ে মুচড়ে ডাব টোটো! হারভেস্টারের সঙ্গে ধাক্কায় সাংঘাতিক কাণ্ড, জখম ২
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, “আত্রেয়ী নদীর জলকে সুরক্ষিত করা এবং পরিশ্রুত করার জন্যই এই উদ্যোগ। মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প জেলার মধ্যে একেবারেই প্রথম। ভবিষ্যতে জেলার বিভিন্ন ব্লক থেকে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পদ্ধতিতে নর্দমার জলকে প্রথমে বিভিন্ন ফিল্টার ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত করা হবে, যাতে জল পরিষ্কার হয় এবং নদীর জলে পৌঁছনোর আগে দূষণমুক্ত হয়। পরিশোধিত জল নদীর জলে মিশলে নদীর জলের গুণমান উন্নত হয় এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কম হবে।
সুস্মিতা গোস্বামী





