প্রবল গরমে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই পদক্ষেপের লক্ষ্য যাতে প্রবল গরমেও ট্রাফিক পুলিশ কর্মীরা সুস্থ থাকেন।
advertisement
আরও পড়ুন: আট থেকে আশি খুশির ইদে মাতল সবাই
এদিন নিজের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা পুলিশকর্মীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাহুল দে নিজেই। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিকের ওসি বৃতিসুন্দর সাহা৷ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুরের প্রতিটি থানা এলাকায় এইভাবে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে জল, ওআরএস ও ছাতা তুলে দেওয়া হয়। যতদিন তাপপ্রবাহ চলবে ততদিন রোজ এইভাবে জল ওআরএস দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সুস্মিতা গোস্বামী