TRENDING:

Dakshin Dinajpur News: রোদে পুড়ে কর্তব্য পালন, ট্রাফিক পুলিশের জন্য আলাদা ব্যবস্থা

Last Updated:

দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: গত এক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। সকাল দশটার পর বাইরে বেড়ানো কঠিন হয়ে উঠেছে। এই প্রবল গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরা এই তীব্র গরমের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। তাঁদের এই অবদানকে মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।
advertisement

প্রবল গরমে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশরা যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার দুপুরে বালুরঘাট শহরের থানা মোড়, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে জলের বোতল, ওআরএস ও ছাতা বিতরণ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এই পদক্ষেপের লক্ষ্য যাতে প্রবল গরমেও ট্রাফিক পুলিশ কর্মীরা সুস্থ থাকেন।

advertisement

আরও পড়ুন: আট থেকে আশি খুশির ইদে মাতল সবাই

এদিন নিজের হাতে জলের বোতল, ওআরএস ও ছাতা পুলিশকর্মীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রাহুল দে নিজেই। তাঁর সঙ্গে ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিকের ওসি বৃতিসুন্দর সাহা৷ শুধু বালুরঘাট নয়, দক্ষিণ দিনাজপুরের প্রতিটি থানা এলাকায় এইভাবে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে জল, ওআরএস ও ছাতা তুলে দেওয়া হয়। যতদিন তাপপ্রবাহ চলবে ততদিন রোজ এইভাবে জল ওআরএস দেওয়া হবে বলে জানা গিয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: রোদে পুড়ে কর্তব্য পালন, ট্রাফিক পুলিশের জন্য আলাদা ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল