এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, “জেলা হাসপাতালে অত্যাধুনিক সিসিইউ ব্লক তৈরি হচ্ছে। যা অনেকটাই উন্নত বলে জানা গিয়েছে।
সেই ব্লকে ৫০ টি বেড থাকবে, সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা থাকবে এই নতুন ইউনিটে। এছাড়া সিসিইউ ইউনিটের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকও থাকবে একাধিক। এতে মুমূর্ষু রোগীরা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যথেষ্টই উপকৃত হবেন।”
advertisement
তিন তলা বিশিষ এই সিসিইউ ব্লকের কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের মে মাসে।৩০০ দিনের মধ্যে কাজ করার কথা থাকলেও নানা কারণে কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদার সংস্থা। কিন্তু এই মুহূর্তে কাজ চলছে দ্রুতগতিতে। বিল্ডিং নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন টাইলস ও পাথরের কাজ চলছে শেষ মুহূর্তের। তিন তলা এই বিল্ডিং এ সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা থাকবে। এই মুহূর্তে বালুরঘাট হাসপাতালে হৃদরোগের সেভাবে কোন চিকিৎসা হয় না। কিন্তু সিসিবি চালু হয়ে গেলে হার্ট সংক্রান্ত সমস্যায় ভোগা যে কোন রোগীকে চিকিৎসা করানো যাবে বালুরঘাট জেলা হাসপাতালে এবং তা উচ্চমানের চিকিৎসা পরিষেবা দিয়েই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মুহূর্তে বালুরঘাট জেলা হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা ২৫ টি, যা জেলার জনসংখ্যার নিরিখে অত্যন্ত কম। যে কারণে রোগীদের ভর্তির ক্ষেত্রে সবসময় সুবিধাজনক পরিস্থিতি থাকে না। দুর্ঘটনায় আহত বা অন্য কোন রোগে আক্রান্ত ক্রিটিকাল রোগীদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার ফলে অন্যত্র রেফার করা হয়। সেই জায়গা থেকে আলাদা সিসিইউ ব্লক তৈরি হলে জেলার সাধারণ মানুষরা সুবিধা পাবেন। ৫০ টি বেডের এই নতুন ব্লক চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সুস্মিতা গোস্বামী





