এবিষয়ে সুনীল কিস্কুর দাবি, “অন্যায় ভাবে তাঁর কাছ থেকে এই টাকা নিয়েছে এবং তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রায় প্রতিদিনই তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে গ্রামের কিছু দুষ্কৃতী ও মোড়ল এমনকি তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে।”
advertisement
সূত্র মারফত জানা গেছে, সুনীল হেমরম সহ অন্যান্যরা গত ৮ তারিখে বিরহিনি গ্রামের বাসিন্দা সুনীল কিস্কুকে রাস্তায় পথ আটকে প্রথমে এরা দাবি করে সুনীল কিস্কু ডাইন এবং তাঁর কুদৃষ্টিতে গ্রামে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। এই নিয়ে গ্রামে সালিশি সভা বসিয়ে গ্রামের মোড়লরা প্রাথমিকভাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে। এরপর সুনীল কিস্কু নিজের প্রাণ বাঁচাতে তিনি ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দেন এবং পরবর্তী সময়ে তাঁকে নিয়ে যাওয়া হয় এক কবিরাজের কাছে। সেখানে নিয়ে যাওয়ার পরেও আবার নতুন করে ৯ তারিখে সালিশি সভা বসে গ্রামে এবং আরও ৮৫ হাজার টাকা আদায় করা হয়। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এখনও পর্যন্ত মোট ২ লক্ষ ৩৫ হাজার টাকা হাতিয়েছে গ্রামের মোড়ল ও অন্যান্যরা। হতদরিদ্র পরিবারের এখন প্রাণ বাঁচাতে গ্রামে এক ঘরে হয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এদিকে কুসংস্কার রুখতে এলাকায় সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন।