TRENDING:

South Dinajpur News : সহজ পদ্ধতিতে ছাদ বাগানে চাষ করুন থাই প্রজাতির কামরাঙা! জানুন চাষের পদ্ধতি

Last Updated:

South Dinajpur News: কামরাঙার গাছে জল বেশি হলেও পাতা হলুদ বর্ণ ধারণ করে ঝরে যায়। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই কামরাঙা গাছ দেখতে পাওয়া যায়। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এ ফলের স্বাদ কিছুটা টক-মিষ্টি। কিন্তু থাই জাতের কামরাঙার স্বাদ মিষ্টি। এই মিষ্টি কামরাঙা অতি সহজেই ছাদে টবে সহজেই চাষ করা যায়। ফলনও খুব ভাল হয়। একটি থাই মিষ্টি কামরাঙার কলমের চারা থেকে সহজেই ৬ মাসের মধ্যেই ফল পাওয়া যায়। যে কোনও মাটিতেই মিষ্টি কামরাঙার চাষ সম্ভব। কামরাঙার রোগ-বালাই খুবই কম।সারা বছরই কমবেশি ফল গাছে থাকে। তবে জুন-জুলাই এবং ডিসেম্বর-জানুয়ারিতে বেশি পরিমাণে ফল পাওয়া যায়।
advertisement

ছোট টব এমনকি ১২ ইঞ্চি টবেও এর চাষ খুব সহজেই করা সম্ভব। গরম ও আদ্র জলবায়ু কামরাঙা চাষের উপযোগী। কামরাঙা গাছের চারা রোপনের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায়। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

সেইসঙ্গে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশি জল না ঢুকতে পারে। এক্ষেত্রে একটি সোজা দন্ড দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথমদিকে জল কম দিলেও আস্তে আস্তে জল বাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল জমে না থাকে। আবার বেশি শুকিয়েও না যায়।

advertisement

View More

আরও পড়ুন: High Cholesterol Control Tips: শরীর তিনটি ভয়ঙ্কর ব্যথা! হাড় ভাঙার মত ভয়ানক যন্ত্রণাই বলবে কোলেস্টেরল সব শেষ করছে!

এবিষয়ে গাছ বিশেষজ্ঞ বিদ্যুৎ মহন্ত জানান, \” কামরাঙার চারা রোপণের পর ১ মাস নিয়মিত সেচ প্রদান করতে হবে। শুষ্ক মৌসুমে এবং ফল ধরার পর প্রতি ১৫ দিন পর পর অন্তত ২ থেকে ৩ বার সেচ দিলে ফল ঝরার পরিমাণ হ্রাস পায় এবং ফলন বৃদ্ধি পায়। জুন-সেপ্টেম্বর মাসে কামরাঙার ফুল আসে এবং সেপ্টেম্বর-জানুয়ারি মাসে ফল পাকে। অধিক ফলন পেতে হলে প্রতিবছর একবার ডালগুলি কেটে কামরাঙা গাছকে ছোট রাখতে হবে। ১০-১৫ দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুঁড়ে দেওয়া প্রয়োজন।\”

advertisement

আরও পড়ুন: Budh Nakshtra Transit 2025: হাতে মাত্র ৪৮ ঘণ্টা! রাহুর নক্ষত্রে বুধের প্রবেশ! চাকরি-কেরিয়ার-ব্যবসা বাণিজ্যে লালে লাল ৩ রাশি

কামরাঙার গাছে জল বেশি হলেও পাতা হলুদ বর্ণ ধারণ করে ঝরে যায়। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে যদি একটু যত্ন সহকারে কামরাঙা চাষের ব্যবস্থা করেন তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ মহন্ত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : সহজ পদ্ধতিতে ছাদ বাগানে চাষ করুন থাই প্রজাতির কামরাঙা! জানুন চাষের পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল