আরও পড়ুনঃ প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের ছক! বাসে উঠতেই কেলেঙ্কারি, কন্ডাক্টরের বুদ্ধিতে বাজিমাত
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিনিয়ত রাস্তায় গাড়িগুলির বেপরোয়া প্রতিযোগিতা লেগে রয়েছে। যার ফলে এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এদিনের এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর জখম হন। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে সাহায্য করেন। খবর দেওয়া হয় কুমারগঞ্জ থানার পুলিশকে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরে পুলিশ সেখানে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রেকারটিকে থানায় নিয়ে আসে এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেয়। গুরুতর জখম থাকা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী বরাহার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের পরিবারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশই ছাড়া পেয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।