প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের ছক! বাসে উঠতেই কেলেঙ্কারি, কন্ডাক্টরের বুদ্ধিতে বাজিমাত

Last Updated:

বাসে উঠতেই দুজনের কথাবার্তায় সন্দেহ হয় কন্ডাক্টর। এরপর বাস নিয়ে সোজা থানায়।

পাচারের আগেই উদ্ধার নাবালিকা
পাচারের আগেই উদ্ধার নাবালিকা
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামীঃ সরকারি বাসের কন্ডাক্টরের বুদ্ধির জেরেই পাচারের হাত থেকে রক্ষা পেল এক নাবালিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে বাসে চেপে কলকাতায় পালানোর চেষ্টা করছিল বালুরঘাটের ওই পড়ুয়া। তবে, বাসে উঠলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় কন্ডাক্টরের। দুজনের উপর নজর রাখেন তিনি। এরপরেই টিকিট কাটার বাহানায় তাদের কাছাকাছি গিয়ে কথাবার্তা শুনে বাসের চালককে বিষয়টি জানান কন্ডাক্টর। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনও সঠিক উত্তর না পাওয়ায় নদিয়ার পলাশি পার হওয়ার পরে কালীগঞ্জ থানায় বাস নিয়ে হাজির হন চালক। এরপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দু’জনকে।
আরও পড়ুনঃ সর্বনাশ! সাতসকালে পুনর্ভবা নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, হু হু করে ঢুকছে জল, ভাসছে গঙ্গারামপুর
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি তপনে। তবে সে দীর্ঘদিন ধরে বালুরঘাটে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। হঠাৎই ফেসবুকে তার সঙ্গে বিহারের এক যুবকের আলাপ হয়। এরপরেই ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায়। আগে থেকেই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল প্রেমিক। দু’জনে সরকারি বাসে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেয়।
advertisement
আরও পড়ুনঃ মুখ পুড়ল বাংলার! তেলেঙ্গানা থেকে গ্রেফতার রাজ্যের পরিযায়ী শ্রমিক, গ্রামের বাড়ি থেকে উদ্ধার কয়েকশো গ্রাম সোনা
নাবালিকার মামা বলেন, “ভাগ্নির খোঁজ না পেয়ে বালুরঘাট থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছিল। পরে পুলিশ জানায় ওকে পাওয়া গিয়েছে। নদিয়ার কালীগঞ্জ থানায় আছে। তাদের অনুমান, বিহারের যে যুবকের সঙ্গে ভাগ্নি পালাচ্ছিল তাতে মনে হচ্ছে ওকে ফুসলিয়ে পাচারের ছক কষা হয়েছিল। এ যাত্রায় বাস কর্মীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে, বাড়ি থেকে নিখোঁজের পরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিল নাবালিকার পরিবার। বালুরঘাট থানার পুলিশ ওই নাবালিকার খোঁজে তল্লাশিও শুরু করেছিল। তবে দুপুরের পরে নদিয়ার কালীগঞ্জ পুলিশের পক্ষ থেকে বালুরঘাট থানায় যোগাযোগ করে জানায়, বালুরঘাটের এক নাবালিকা ও তার প্রেমিককে ধরে রেখা হয়েছে। এরপরেই কালিগঞ্জ থানার উদ্দেশে রওনা দেয় বালুরঘাট থানার পুলিশ। এদিন তাদের বালুরঘাট কোর্টে তোলা হয়। হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষার পরে তাকে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত যুবককে জেলে পাঠানো হয়। তবে ওই নাবালিকা ও তার প্রেমিককে যে বাসকর্মী কালীগঞ্জ থানায় তুলে দিয়েছিলেন তাঁর নাম জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রেমের জালে ফাঁসিয়ে পাচারের ছক! বাসে উঠতেই কেলেঙ্কারি, কন্ডাক্টরের বুদ্ধিতে বাজিমাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement