বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের জলঘর এলাকায় একাধিক কৃষক একই জমির মধ্যে একাধিক ফল সহ সবজি চাষ করছে। একই জমিতে ড্রাগন ফল, মাল্টা, পেঁপে, আতা, টমেটো, করোলা সহ একাধিক ফল ও সবজি চাষ করে এলাকার কৃষকদের দিশা দেখাচ্ছেন মিঠু বর্মন।
উল্লেখ্য প্রায় চার বছর আগে মিঠু বাবু সোশ্যাল মিডিয়ায় প্রথম মিশ্র এই ধরনের চাষ দেখে উদ্বুদ্ধ হন। এরপর তিনি বাড়ির পাশেই প্রায় এক বিঘা জমিতে এই ধরনের চাষ শুরু করেন। বছর পার হতেই দেখেন চিরাচরিত চাষ আবাদের তুলনায় চলতি বছরে কয়েকগুণ লাভের মুখ দেখাতে শুরু করেন।
advertisement
এরপর তিনি নিজের একাধিক চাষযোগ্য জমিতে মিশ্র চাষ শুরু করেন।বর্তমানে পার্শ্ববর্তী অন্যান্য কৃষকরা মিশ্র চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের চাষ করতে এগিয়ে আসতে শুরু করেছে।
আরও পড়ুন, আর মাত্র দেড় মাস! বিরল অবস্থানে যাচ্ছে শনি, ৫ রাশি এখনই সতর্ক হয়ে যান
আরও পড়ুন, টানা চলছে বৃষ্টি, কমছে গরম! দিঘায় আবহাওয়ার বিরাট বদল, জানুন বিশদে
এই বিষয়ে মিশ্র চাষী মিঠু বর্মন বলেন, চিরাচরিত আলু কিংবা ধান চাষ করে কোনও বছর সামান্য পরিমাণ লাভ অথবা কোনও বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হত। কিন্তু এই ধরনের চাষ শুরু করার পর অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ লাভের পরিমাণ বেড়ে গেছে।
সুস্মিতা গোস্বামী