স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরে ময়লা জমে থাকলেও তা পরিষ্কার করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে না। ব্যক্তি মালিকানায় থাকা এই পুকুর সংস্কার করবে কে? তা নিয়েই টালবাহানা চলছে দীর্ঘ কয়েক বছর। যার ফলে আবর্জনা জমে জমে পুকুর হয়ে উঠেছে ডাম্পিং গ্রাউন্ড। অন্যদিকে এই জঞ্জালের মধ্যেই প্রতিদিন জন্ম নিচ্ছে হাজার হাজার মশা এলাকার বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে। এমনকি বর্ষারই জমা জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষক থেকে স্কুল পড়ুয়াদের।
advertisement
আরও পড়ুন: উত্তর পূর্ব ভারতের ফ্যাশন শোতে অংশগ্রহণ! জেলার নাম উজ্জ্বল করল আদৃতা
আরও পড়ুন: ঝুলছে জানলা, নীচের অংশ হাওয়া! লক্ষ লক্ষ টাকার বাড়ি-ঘর এইভাবেই হচ্ছে ভ্যানিশ, চিন্তা তো বাড়বেই
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেছেন, “ডেঙ্গু প্রতিরোধে পুরসভা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে। যেখানে যেমন প্রয়োজন পড়ছে সেখানেই ঝাঁপিয়ে পড়ছে ডেঙ্গু প্রতিরোধ বাহিনী। ১০ নম্বর ওয়ার্ডের সমস্যা রয়েছে এই বিষয়টি তাদের নজরে এসেছে।”
সুস্মিতা গোস্বামী





