TRENDING:

South Dinajpur News: চিনি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোল! দুই দোকান মালিকের সংঘর্ষে আহত একাধিক

Last Updated:

দোকানে চিনি কেনাকে কেন্দ্র করে দুই দোকানের ঝামেলার জেরে আহত একাধিক। রবিবার সকাল ১০টা নাগাদ বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকার ঘটনা। ঘটনার জেরে এই দিন এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দোকানে চিনি কেনাকে কেন্দ্র করে দুই দোকানের মালিকের ঝামেলার জেরে আহত একাধিক। রবিবার সকাল ১০টা নাগাদ বালুরঘাট শহরের খাদিমপুর বটতলা এলাকার ঘটনা। ঘটনার জেরে এই দিন এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চিনি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোল!
চিনি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোল!
advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা এলাকার মিষ্টির দোকানদার প্রণব মহন্ত পার্শ্ববর্তী মুদির দোকানদার বিজয় সিংহের এর কাছে চিনি কিনতে যায়। কিন্তু পরিমাণ মতো চিনি না পাওয়াতে বিপ্লব সিংহকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর বিজয়ের বাবা-মা বিষয়টি মিটমাট করতে আসে। এরপর মিষ্টির দোকানদার প্রণব মহন্ত সহ তাঁর একাধিক আত্মীয়রা বিজয় সিংহ-সহ তাঁর বাবা-মাকে ব্যাপক মারধর বলে অভিযোগ।

advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত প্রায় চার বছর আগে বাংলাদেশ থেকে ওই মিষ্টির দোকানদার প্রণব মহন্ত এসে এখানে জায়গা কিনে দোকানদারি শুরু করে। এরপর থেকে প্রণবের সঙ্গে প্রায় প্রতিদিনই পার্শ্ববর্তী দোকানদার কিংবা পার্শ্ববর্তী বাড়ির মালিকদের সঙ্গে ছোটখাটো গন্ডগোল লেগেই থাকে।

View More

স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে প্রণবের বৈধ কাগজপত্র দেখে আইনগত ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে মুদির দোকানদার বিজয় সিংহ বলেন, দোকানে বাকি নেয় ওই মিষ্টির দোকানদার। যখনই টাকা চাইতে যাই তখনই ভিন্ন ধরনের হুমকি দেয়। ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখানো-সহ একাধিক ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। আজকে স্থানীয় বাসিন্দারা এসে তাঁর দোকান ভাঙচুর করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: চিনি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোল! দুই দোকান মালিকের সংঘর্ষে আহত একাধিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল