পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পথচারীর নাম সৌরভ রায় (৩৯)। বাড়ি গঙ্গারামপুর শহরের পিডব্লিউডি পাড়া এলাকায়। কাজ থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা প্রাণ কাড়ল ব্যক্তির।
জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের নাগনে কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি। কাজ শেষে নাগন থেকে রতনপুর বাসস্ট্যান্ডের দিকে হেঁটে আসার পথে পিছন থেকে একটি ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন সৌরভ রায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পথচারীকে পড়ে থাকতে দেখে এলাকায় হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। গ্রামবাসীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু লাভ হল না। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা ওই পথচারীকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ওভেন ছাড়াই নরম তুলতুলে ছানার কেক, বড়দিনে এই পদ্ধতিতে কেক বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না
বুধবার ওই পথচারীর মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
