বৃহস্পতিবার দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথমে জখম দুজনকেই চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই কর্তব্যরত চিকিৎসকরা ট্রাক্টর চালক ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। ট্রাক্টর মালিকের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জনান, নতুন ট্রাক্টর কেনার পর এদিন ট্রাক্টরটি নিয়ে গঙ্গাসাগর থেকে চককাশির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নিকাশি নালার মধ্যে ট্রাক্টরটি উলটে যায়। তাতেই চাপা পড়ে ভিতরে থাকা দু’জন, চালক এবং মালিক। ঘটনায় গুরুতর জখম হয় দুই আরোহী। বিষয়টি নজর আসতেই সকলে মিলে তাদেরকে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ট্রাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।