TRENDING:

Jalpaiguri News: চা নিয়ে নয়া উদ্যোগ! এবার জলপাইগুড়িতে দেখা মিলবে এইসব সৌরচালিত ভ্যানের!

Last Updated:

ক্ষুদ্র চা চাষিদের নয়া উদ্যোগে স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলতে চলেছে জলপাইগুড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: চায়ের কাপে স্বপ্নের ধোঁয়া! ক্ষুদ্র চা চাষিদের নয়া উদ্যোগে স্বনির্ভরতার নতুন দিগন্ত খুলতে চলেছে জলপাইগুড়িতে। এবার থেকে পর্যটন কেন্দ্রগুলোর রাস্তার ধারেই মিলবে সুস্বাদু চা-এর পসরা। চা শুধুই পানীয় নয়, জীবিকার আরেক নাম হয়ে উঠছে। এবার সেই চায়ের কাপেই ভেসে উঠছে স্বপ্ন—ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভরতার।
advertisement

পর্যটন কেন্দ্র থেকে শহরের জনপ্রিয় এলাকাগুলিতে এখন দেখা মিলবে ক্ষুদ্র চা চাষিদের তৈরি নিজস্ব চা স্টলের। দার্জিলিং বা সিটিসি ব্র্যান্ডের চা নয়, বরং নিজেদের বটলিফ ফ্যাক্টরিতে তৈরি করা বিশেষ স্বাদের চা-ই থাকবে এই স্টলে। এতে যেমন বাড়বে বিক্রি, তেমনই তৈরি হবে নতুন কর্মসংস্থান—এমনটাই আশাবাদী চাষিরা। এই স্বপ্ন সফল করতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা সলিডারিডাড।

advertisement

আরও পড়ুন: একজনের কম্মো নয়, ১৮ ফিটের কিং কোবরা নাচিয়ে ছাড়ল, বস্তাবন্দি করতে হাজির ৪ জন

সম্প্রতি তারা জেলার ১০ জন দারিদ্র্যসীমার নিচে থাকা চা বিক্রেতাকে সৌরবিদ্যুৎ চালিত রিকশা ভ্যান তুলে দেয় বিনামূল্যে। চা বিক্রির জন্য এই পরিবেশবান্ধব ভ্যান তাদের নতুন দিশা দেখাবে। সলিডারিডাডের ম্যানেজিং ডিরেক্টর শতদ্রু চট্টোপাধ্যায়ের কথায়, “ভারতে বছরে প্রায় ১০০০ মিলিয়ন কেজি চা বিক্রি হয়, যার মধ্যে ৩৫০ মিলিয়ন কেজি আসে রাস্তার চা বিক্রেতাদের হাত ধরে। অথচ এই চা চাষিদের কথা কেউ ভাবে না।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলা প্রশাসন ও টি বোর্ড এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে। শুধু এখানেই থেমে নেই উদ্যোগ—দেশজুড়ে নীলগিরি, কেদারনাথ, দার্জিলিং, ডুয়ার্স, আসাম সহ বিভিন্ন জায়গায় ৫০০টি সৌরচালিত রিকশা ভ্যান বিলির পরিকল্পনা রয়েছে সংস্থার। চায়ের কাপ ধরে যে স্বনির্ভরতার পথও তৈরি হতে পারে, এই উদ্যোগ তারই প্রমাণ। ভবিষ্যতের পথে এক কাপ চা… অনেকটা সাহস জোগাবে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: চা নিয়ে নয়া উদ্যোগ! এবার জলপাইগুড়িতে দেখা মিলবে এইসব সৌরচালিত ভ্যানের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল