দু’ বছর হয়েছে কলেজ পাশ করছেন টুম্পা। তবে কিছু কারণের জন্য পরবর্তীতে পড়াশোনা করা হয়নি। তবে নিজের কিছু করার ইচ্ছে ছিল তাঁর। সেই থেকেই হারিয়ে যাওয়া উলের পোশাক তৈরির ভাবনা আসে। তার পর নিজের এক বান্ধবী এবং বোনকে সঙ্গে নিয়ে ব্যবসায় নেমে পড়েন তিনি। ওই এলাকার অনেকের গায়েই এখন টুম্পার হাতে বোনা সোয়েটার মাফলার । কিন্তু ব্যবসা এক জায়গায় আটকে থাকলে কী করে হয়? তাই সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর তৈরি জিনিসগুলি ছবি দিয়ে বিক্রি শুরু করেন । তার পর আর পেছন ফিরতে হয়নি তাঁকে। এখন দিব্যি ব্যবসা দৌড়চ্ছে তাঁর।
advertisement
আরও পড়ুন : বাংলার এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা! জানুন কোন পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ ও শীতল দিন বলে
টুম্পা বলেন, ‘‘ আমি বাড়ির কাজ করার পাশাপাশি সময়ের ফাঁকে ফাঁকেই এই উলের সোয়েটার, মাফলার তৈরির কাজ করি। আমার পাড়ার বহু লোকের গায়ে এখন আমার তৈরি জামাকাপড় রয়েছে। প্রত্যেকেই খুব পছন্দ করছেন।”
তিনি আরও বলেন, “আমার ইচ্ছে রয়েছে আমার একটা ক্লাস খুলে সকলকে উল বুনতে শেখাব।” তাঁর কথায় সোশ্যাল মিডিয়ার জেরে তাঁর তৈরি জামাকাপড় শিলিগুড়ির একাধিক জায়গায় গিয়েছে। আগামীতে তার এই ব্যবসাকে বড় আকারে করার পরিকল্পনা রয়েছে।