TRENDING:

Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে

Last Updated:

বাড়ির লোকেরা জানান সাপটিকে তাঁদের বাড়ির আশেপাশের কোন জঙ্গলে ছাড়তে। সাপটি এলাকার সাপ। তাই তাঁকে দূরে কোথাও না ছাড়তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: সাধারণভাবে সাপ দেখলেই ভয়ে আঁতকে ওঠেন বেশিরভাগ মানুষ। প্রতিদিন বহু বাড়িতে সাপের প্রবেশ ঘটে। তাইতো সর্প উদ্ধারকারীদের প্রতিনিয়ত বহু জায়গা থেকে সাপ উদ্ধার করতে হয়। জেলা কোচবিহারে ও প্রতিদিন সর্ব উদ্ধারকারীরা বহু ধরনের সাপ উদ্ধার করে থাকেন। তবে এবার এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন সর্প উদ্ধারকারীরা। কোচবিহারের খাপাইডাঙা এলাকার এক বাড়ি থেকে সর্প উদ্ধারকারীদের কাছে ফোন আসে। এটি দাঁড়াস সাপ উদ্ধারের বিষয় নিয়ে। ফোন পাওয়া মাত্রই দ্রুত ছুটে যান উদ্ধারকারীরা। তারপর এই ঘটে আসল ঘটনা।
advertisement

সর্প উদ্ধারকারী শুভ দে জানান, “ফোন মারফত খবর পাওয়া মাত্রই তাঁরা পৌঁছে গিয়েছিলেন এলাকায়। তারপর বাড়ির ভেতর থেকে সাপটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধার করার পর বাড়ির লোকেরা যা বলেন। সেই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান তাঁরা। বাড়ির লোকেরা জানান সাপটিকে তাঁদের বাড়ির আশেপাশের কোন জঙ্গলে ছাড়তে। সাপটি এলাকার সাপ। তাই তাঁকে দূরে কোথাও না ছাড়তে। বাড়ির আশেপাশের কোন জঙ্গলে ছাড়লে সে পরিবেশের উপকার করবে। তাই বাড়ির লোকেদের কথা অনুযায়ী তাঁরাও সাপটিকে বাড়ির পাশের একটি জঙ্গলে ছেড়ে দেন।”

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বাড়ির এক সদস্য মালতী দাস জানান, “দাঁড়স সাপ একটি নির্বিষ সাপ। এটি বড় বড় পোকা এবং ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই সাপটিকে এলাকার পরিবেশের মধ্যেই রাখা উচিত। এছাড়া সাপের গুরুত্ব রয়েছে পরিবেশে। তাই মানুষের উচিত এঁদের ক্ষতি না করা।” বন্যপ্রাণ অভিজ্ঞ ব্যক্তি অর্ধেন্দু বণিক জানান, “সাধারণ মানুষের উচিত এই ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা বন্যপ্রাণের সঙ্গে। সাপেরা একেবারেই শান্ত স্বভাবের প্রাণী হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাপের গুরুত্ব রয়েছে অনেকটাই। তাই উদ্ধার হওয়া সাপ সেই লোকালয় ছাড়া অনেকটাই গুরুত্বপূর্ণ।”

advertisement

আরও পড়ুনRecord Summer 2025: শীত কাটলেই বিপদের খাঁড়া! খবর পড়েই ঘাম ঝরবে, ২০২৫-এ গরম হবে চরম, ঝলসে যাবেন, পড়ুন আবহাওয়ার বিরাট সতর্কবার্তা

যদিও বাড়ির সদস্যদের এই ধরনের প্রতিক্রিয়ায় রীতিমতো অবাক হয়েছেন এলাকার মানুষেরা। তবে বন্যপ্রাণ অভিজ্ঞ ব্যক্তিরা বাড়ির মানুষদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন অনেকটাই। আগামী দিনে আরোও বহু মানুষ এভাবেই বন্যপ্রাণ সম্পর্কে চিন্তাভাবনা করুক। এমনটাই পরামর্শ দিচ্ছেন জেলার বন্যপ্রাণ অভিজ্ঞ ব্যক্তিরা। যদিও মানুষের মনের মধ্যে সাপ নিয়ে যে ভীতি রয়েছে। তা বর্তমান সময়ে বিভিন্ন সচেতনতা শিবিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল