TRENDING:

Murshidabad News: অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা, সন্ধে হলেই অদ্ভুত নিস্তব্ধতা, চলছে কড়া নজরদারি

Last Updated:

Murshidabad News: বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির ঘটনার পর থেকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতে রাতের অন্ধকারে পদ্মা তীরের গ্রামগুলোকে এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির ঘটনার পর থেকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতে রাতের অন্ধকারে পদ্মা তীরের গ্রামগুলোকে এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে। গত বেশ কিছুদিন ধরে সন্ধে নামলেই জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারী বুটের শব্দ এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পাশাপাশি এবার নজরদারি বাড়াল জঙ্গিপুর পুলিশ।
advertisement

জঙ্গিপুর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকদেরকে নিয়ে সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখলেন পুলিশ সুপার অমিত কুমার সাউ। পুলিশ সুপার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা, গিরিয়া, সেকেন্দা গ্রাম পঞ্চায়েতের পাতলাটোলা , ভৈরবটোলা-সহ একাধিক গ্রাম পায়ে হেঁটে এবং মোটরসাইকেল করে ঘুরে দেখেন। এলাকাগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য পুলিশ সুপার একাধিক পরামর্শ পুলিশ কর্মীদের দেন।

advertisement

আরও পড়ুন: সেলাইয়ের কাজের অভিজ্ঞতাতেই মালামাল! পুরুলিয়ার গৃহবধূর আয়ের অভিনব আইডিয়া, নিজের লাভের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন অন্যান্যরাও

পুলিশ সূত্রে খবর, জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ  ব্লকগুলোতে বিস্তীর্ণ এলাকায় পদ্মা নদীর চর রয়েছে। প্রতিবছর বর্ষার সময় আন্তর্জাতিক সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। সেই কারণে মুর্শিদাবাদ জেলায় দুই দেশের সীমান্তে বিস্তীর্ণ অংশে এখনও বেড়া দেওয়ার কাজ শেষ করা যায়নি। এর সুযোগ নিয়ে ভারতে সন্ত্রাসবাদী কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশের জঙ্গিরা  যাতে কোনওভাবেই প্রবেশ করতে না পারে তা সুনিশ্চিত করতে  বিএসএফের সঙ্গে সঙ্গে  পুলিশের তরফ থেকেও টহলদারি প্রায় দ্বিগুণ করা হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঘন ঘন পুলিশের ‘হাই বিম’ টর্চ লাইট জ্বলে উঠছে। এর পাশাপাশি বিএসএফ জওয়ানরাও তীব্র ঠান্ডা এবং কুয়াশাকে উপেক্ষা করে একদম সীমান্ত এলাকায় দাঁড়িয়ে নজরদারি চালিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে চোরাচালানকারীদের যে অবৈধ রুটগুলো ছিল সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার আশেপাশে রাতের অন্ধকারে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

জঙ্গিপুর পুলিশ জেলার  সুপার অমিত কুমার সাউ বলেন, “রঘুনাথগঞ্জ থানার গিরিয়া, সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোর খুব কাছে  ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে কোনও ধরনের অনুপ্রবেশ না হয় তা নিশ্চিত করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা বিএসএফের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করছি। এলাকাতে যেকোনও ধরনের অপরাধ রোখার জন্য নিয়মিত অনুশীলন করা হচ্ছে। গ্রামের কোন কোন জায়গায় নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানোর দরকার রয়েছে তাও আমরা খতিয়ে দেখছি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা, সন্ধে হলেই অদ্ভুত নিস্তব্ধতা, চলছে কড়া নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল