সাপের ছোবলে মৃত্যু হল গৃহবধূর। ঘটনার জেরে রবিবার শোকের ছায়া নেমেছে নকশালবাড়িতে। সাপের ছোবলেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর বলে দাবি পরিবারের। নকশালবাড়ির জোটিয়া জোতে শোকের ছায়া।
পরিবার সূত্রে খবর, গতকাল বাড়ির সামনে রান্নার জন্য জ্বালানি কাঠ নিতে সাপের ছোবলের ঘটনা ঘটলেও গৃহবধূ বিষয়টি বুঝে উঠতে পারেননি। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে আশঙ্কাজনক থাকায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
আরও পড়ুন: অমিত শাহের সভায় আচমকা অসুস্থ! SSKM হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতার মৃত্যু
তবে বাঁচানো যায়নি। মৃত্যু হয় গৃহবধূ কবিতা রায়ের। রবিবার ঘটনার পর সাপটি নজরে আসতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টুকরিয়াঝাড় বন দফতরের কর্মীরা। পরে সাপটি উদ্ধার করে জঙ্গলে ছাড়া হয়েছে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে আনা হয়।
বিশ্বজিৎ মিশ্র