BJP Leader Sudden Death: অমিত শাহের সভায় আচমকা অসুস্থ! SSKM হাসপাতালে নিয়ে গেলে বিজেপি নেতার মৃত্যু
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
BJP Leader Sudden Death: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা চলছিল। সেই সভাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা। পরে মৃত্যু।
কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা চলছিল। সেই সভাতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়।
কৃষ্ণগঞ্জ বিধানসভা, ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি নেতা দীপঙ্কর দাস প্রয়াত হলেন রবিবার। নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘অপরাধীরা পার পাবে না’, কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির উদ্বোধনে বিরাট দাবি অমিত শাহের
রবিবার এযাবৎকালের সবচেয়ে বড় সাংগঠনিক সভা করেন অমিত শাহ। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করেন সকালে। স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। তারপরে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
advertisement
advertisement
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে বড় স্কুল রয়েছে ভারতে! বলুন তো সেই স্কুলের নাম কী-কোথায় অবস্থিত? স্কুলের ধারভার জানলে মাথা ঘুরে যাবে
তারই মাঝে আচমকা বিজেপি নেতার মৃত্যুর খবর। সকালে রাজারহাটের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন দীপঙ্কর দাস। পরে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায়। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2025 6:25 PM IST










