মালদহের ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লীর বাসিন্দা বাদল দাস। তাঁর স্ত্রী সবিতা দাস। স্ত্রীর চিকিৎসার জন্য মুম্বইয়ের টাটা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হাওড়া থেকে ট্রেন ধরেন। হাওড়া- মুম্বাই মেল ঝাড়খন্ডের চক্রধরপুরে দূর্ঘটনার কবলে পড়ে। লাইনচ্যুত হয় ট্রেনটির একাধিক বগি। সেই ট্রেনেই ছিলেন মালদহের বাদল দাস ও তাঁর স্ত্রী সবিতা দাস। দুই জনেই জখম হন গুরুতর।
advertisement
আরও পড়ুন মঙ্গলবার ভোরে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ভিডিও দেখুন
ফোন মারফৎ বাদল দাস বলেন, “আমার পায়ে চোট লেগেছে হাঁটতে পারছিনা। স্ত্রীর মাথায় লেগেছে। দুই জনেই আমরা স্থানীয় রেল হাসপাতালে ভর্তি রয়েছি। মালদহের বাড়িতে মেয়ে একা রয়েছে। প্রশাসনের লোকজন বাড়িতে গিয়েছিল।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ডের রেল দূর্ঘটনায় মালদহের আরও চার জন রয়েছে। মালদহের ইংরেজবাজার ব্লকের লক্ষীঘাট এলাকায় তিন জন। তিন জন মুম্বই কাজে যাচ্ছিল। তারা হলেন, জামসেত আলি, সৌরভ আলি ও কাদির শেখ। চাঁচলের আরও একজন রাজু শেখ ছিলেন। প্রত্যকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পরিবারের লোকেরা খবর পেয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে সমস্ত রকমের সুব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। আতঙ্কে রয়েছে রেল যাত্রীদের পরিবারের লোকেরা।
হরষিত সিংহ