গরমের হাত থেকে বাঁচতে এসি মেশিন চলে আসার পর থেকেই শীতল পাটিতে মন্দা চলছে। তবে আজও গরম আসতেই চাহিদা হয় শীতল পাটির। তবে এখন চাহিদার ধরণ বদলেছে। আর তাই পাটির সঙ্গে তৈরি হচ্ছে বেত পাটি দিয়ে ব্যাগ, জুতো, ফাইল, টুপি সহ ঘর সাজানোর অনেক উপকরণ। তাই একসময় হারিয়ে যেতে থাকলেও শীতলপাটি শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন: সাইকেল নিয়ে দিনমজুরের অবাক কাণ্ড
কোচবিহারের ধলুয়াবাড়ি হল পাটি শিল্পীদের পীঠস্থান। সেখানে প্রায় সবাই এই পাটি নিয়ে পড়ে থাকেন। গোটা জেলায় ত্রিশ হাজারেরও বেশি শিল্পী এই পাটি শিল্পের সঙ্গে যুক্ত। তবে আধুনিকতার সঙ্গে এখন তাঁরাও নতুন নতুন জিনিস তৈরি করছেন। নতুন নতুন সৃজন আসায় এর চাহিদা বাড়ছে। শীতল পাটির দাম একটু বেশি হওয়ায় সেগুলি কেউ কিনতে না চাইলেও শীতল পার্টির দিয়ে তৈরি জুতো, চপ্পল , ব্যাগ এগুলি মানুষে বেশ পছন্দ করছেন।
অনির্বাণ রায়