অভাবের সংসারে থেকেও আকাশছোঁয়ার স্বপ্নে অটুট গৌরব। দিনরাত পরিশ্রম করে সাইকেল চালিয়ে রাজ্যস্তরে ইতিমধ্যেই সোনার পালক জুটেছে গৌরবের মুকুটে, তবে এখানেই থেমে থাকেনি, রাজ্যের পর আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে নবম স্থান অধিকার করে। আর্থিক দুরবস্থার পাশাপাশি সাইকেল নিয়ে এ রাজ্যে তেমন কোন সুযোগ সুবিধা না থাকায় অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে তাকে।
advertisement
আরও পড়ুনঃ পেটে গেলেই লিভারের বড় ক্ষতি…! আজই করলা-উচ্ছে খাওয়া বন্ধ করুন ‘এঁরা’! নইলে ঘনাচ্ছে মহাবিপদ
সাইকেল চালিয়ে যেমন শরীর সুস্থ রাখা যায়, তেমনই ভাল ক্যারিয়ার গড়া যায় একথা ১৭ বছর বয়সেই গৌরব বুঝতে পারে। এরপর থেকেই তার সাইকেল চালানো শুরু হয়। বাগডোগরা চিত্তরঞ্জন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে স্নাতকের দ্বিতীয় বর্ষে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে গৌরব। পড়াশোনার পাশাপাশি শিলিগুড়ি, মিরিক, কালিম্পং-সহ বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে ২০২৩ সালে কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জয় করেছে সে। এরপর ব্রোঞ্জ পদক-সহ নানান পুরস্কার পেয়েছে সাইকেলিং করে।
এবার চলতি মাসেই রাজস্থানে অনুষ্ঠিত জাতীয় স্তরের ১০০ কিলোমিটার সাইকেলিং প্রতিযোগিতায় অংশ নেয় গৌরব। সেখানে রাজস্থান, পঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেয়। ওই প্রতিযোগিতায় নবম স্থান অধিকার করে গৌরব। গৌরব জানায়, এই রাজ্যে সাইকেলিংয়ের প্রতি তেমন কোনও সুযোগ সুবিধা বর্তমানে নেই। অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও যদি সাইকেলিংয়ের প্রতি সুযোগ দেওয়া যায় তাহলে সাইকেলিং করে ভাল ক্যারিয়ার গড়া যেতে পারে।
ইচ্ছে আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব। আর্থিক অনটন কে পিছনে ফেলে বর্তমানে সাইকেল চালিয়ে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্নের পাশাপাশি আগামী যুব প্রজন্মকে শরীর সুস্থ ভাল রাখতে এক নতুন পথ দেখাচ্ছে বাগডোগরার গৌরব।
সুজয় ঘোষ