অভিযানের শুরুতেই ফুটপাথ জুড়ে ছড়িয়ে থাকা নানা দোকান ও পসরা দেখে কড়া ব্যবস্থা নিতে এগিয়ে যান ট্রাফিক কর্মীরা। ফুটপাথ দখল করে ব্যবসা চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। পাশাপাশি রাস্তার উপর রাখা দাঁড়িপাল্লা-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ট্রাফিক বিভাগের দাবি, পথচারীদের নিরাপদ চলাচল বজায় রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা সামগ্রী সাত দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া মেনে ব্যবসায়ীদের ফেরত দেওয়া হবে। তবে ফুটপাথ দখল বা রাস্তা আটকে ব্যবসা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে ট্রাফিক বিভাগ।
অভিযান চলাকালীন নজরে আসে নো-পার্কিং জোনে সারি সারি দাঁড়িয়ে থাকা মোটরবাইক। সঙ্গে সঙ্গে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। বেশ কয়েকটি দু’চাকার বিরুদ্ধে চালান কাটা হয়েছে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, “শহরের শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে। পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও ফুটপাথ দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”






