TRENDING:

Siliguri News: ফুটপাত দখল করে ব্যবসা নয়! শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের কড়াকড়ি, ব্যবসায়ীদের সতর্ক করে দোকানের সামগ্রী বাজেয়াপ্ত

Last Updated:

Siliguri News: শহরের ফুটপাথ দখলমুক্ত রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। রাস্তার উপর থাকা দোকান থেকে দাঁড়িপাল্লা-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শহরের ফুটপাথ দখলমুক্ত রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। কোর্ট মোড় থেকে অভিযান শুরু করে ধীরে ধীরে শহরের অন্যান্য ব্যস্ত এলাকায় পৌঁছায় পুলিশ। পুরো অভিযানের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ।
কোর্ট মোড়ে ট্রাফিক পুলিশের কড়াকড়ি
কোর্ট মোড়ে ট্রাফিক পুলিশের কড়াকড়ি
advertisement

অভিযানের শুরুতেই ফুটপাথ জুড়ে ছড়িয়ে থাকা নানা দোকান ও পসরা দেখে কড়া ব্যবস্থা নিতে এগিয়ে যান ট্রাফিক কর্মীরা। ফুটপাথ দখল করে ব্যবসা চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়। পাশাপাশি রাস্তার উপর রাখা দাঁড়িপাল্লা-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। ট্রাফিক বিভাগের দাবি, পথচারীদের নিরাপদ চলাচল বজায় রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

advertisement

আরও পড়ুনঃ পুরুলিয়া পর্যটনে নতুন সংযোজন! গাছে গাছে পরিবেশবান্ধব বাসা, পরিযায়ী পাখিদের জন্য বন দফতরের অভিনব প্রয়াস

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা সামগ্রী সাত দিনের মধ্যে নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া মেনে ব্যবসায়ীদের ফেরত দেওয়া হবে। তবে ফুটপাথ দখল বা রাস্তা আটকে ব্যবসা করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে ট্রাফিক বিভাগ।

advertisement

View More

আরও পড়ুনঃ দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! বিধায়ক রেয়াত হোসেনের উদ্যোগে বেহাল ভগবানগোলা স্টেশন রোড মেরামত শুরু, খুশি স্থানীয়রা

অভিযান চলাকালীন নজরে আসে নো-পার্কিং জোনে সারি সারি দাঁড়িয়ে থাকা মোটরবাইক। সঙ্গে সঙ্গে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। বেশ কয়েকটি দু’চাকার বিরুদ্ধে চালান কাটা হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের কাজের প্রশংসা করেছিলেন প্রাক্তন রাজ্যপাল! বাড়িতেই মিউজিয়াম গড়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
আরও দেখুন

ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, “শহরের শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হচ্ছে। পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতেও ফুটপাথ দখলমুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: ফুটপাত দখল করে ব্যবসা নয়! শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের কড়াকড়ি, ব্যবসায়ীদের সতর্ক করে দোকানের সামগ্রী বাজেয়াপ্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল