অভিযুক্ত রোহিত রায়ের প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরের পর ওই ছাত্রীকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেন অনেকে৷ প্রশ্ন করা হলে ওই যুবক জানায়, অতিরিক্ত মদ্যপান করায় নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী৷ তাকে সে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে বলে জানায় সে৷
আরও পড়ুন: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক
advertisement
এর কিছুক্ষণ পর ওই যুবকই ছাত্রের বাড়িতে ফোন করে জানায়, জঙ্গলে পড়ে রয়েছে ওই ছাত্রীর দেহ৷ ফলে প্রশ্ন উঠছে, ওই যুবকের বাড়িতেই ছাত্রীকে খুন করা হয়েছে কি না৷ যে জঙ্গলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়, সেটিও অভিযুক্তের বাড়ির কাছেই৷
গতকাল শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়৷ ছাত্রীর গলায় কালশিটে এবং শরীরে আঁচড়ের দাগ ছিল বলে অভিযোগ তার পরিবারের৷ মৃত ছাত্রীর পরিবার সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷ রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরীর পরিবার৷ এর কিছুক্ষণের মধ্যেই রোহিত রায় নামে ছাত্রীর ওই ঘনিষ্ঠ বন্ধু ফোন করে ছাত্রীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে বলে জানায়৷
প্রথম থেকেই ছাত্রীর মৃত্যুর ঘটনায় সন্দেহের তির ছিল তার ঘনিষ্ঠ এই বন্ধুর দিকে৷ রোহিত রায় নামে ওই যুবকের বাড়ি থেকেই উদ্ধার হয় ছাত্রীর জুতো, ঘরে মিলেছিল বিয়ারের বোতল৷ ছাত্রীর পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷
ছাত্রী মৃত্যুর ঘটনায় এ দিন এনজেপি থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের৷