Belghoria TMC Worker Murder: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল রাতে নিজের বাড়ির সামনে বসেই মদ্যপান করছিলেন রেহান খান৷ তখনই তাঁকে গুলি করে খুন করা হয়৷
সুবীর দে, বেলঘড়িয়া: ফের শ্যুটআউট বেলঘড়িয়ায়৷ বাড়ির সামনেই খুন হলেন তৃণমূল কর্মী৷ সারারাত রাস্তার উপরেই পড়েছিল তৃণমূল কর্মীর দেহ৷ সকালে স্থানীয় বাসিন্দারা তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ এর পরই ঘটনার কথা জানাজানি হয়৷
ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর ওয়ার্ডে৷ মৃত ওই তৃণমূলকর্মীর নাম রেহান খান৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নিজের বাড়ির সামনে বসেই মদ্যপান করছিলেন রেহান খান৷ তখনই তাঁকে গুলি করে খুন করা হয়৷ ওই তৃণমূল কর্মীর ঘাড়ে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ৷ সম্ভবত সেই কারণেই গভীর রাতে কেউ গুলির শব্দ শুনতে পাননি বলে ধারণা পুলিশের৷
advertisement
advertisement
ওই অবস্থাতেই সারারাত রাস্তার উপরে পড়ে থাকে মৃত তৃণমূল কর্মীর দেহ৷ সকালে রেহানের পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দারা তৃণমূল কর্মীর দেহ পড়ে থাকতে দেখেন৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেহানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ময়নাতদন্তের জন্য দেহটি পাঠিয়েছে বেলঘড়িয়া থানার পুলিশ৷
advertisement
এলাকার অন্যান্য তৃণমূলকর্মীদের দাবি, সুশান্ত রায় নামে এক যুবক দীর্ঘদিন ধরে রাজীবনগর এলাকায় নিজের প্রভাব বিস্তার করে রেখেছিল৷ অভিযোগ, এলাকায় জুয়া, সাট্টার ব্যবসাও চালাত সুশান্ত৷ সেই সুশান্তকেই এলাকা ছাড়া করেছিল রেহান৷ সম্ভবত সেই আক্রোশ থেকেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ রেহানের দলীয় সহকর্মীদের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 9:49 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belghoria TMC Worker Murder: বাড়ির সামনেই খুন তৃণমূল কর্মী, সারারাত রাস্তায় পড়ে রইল দেহ! সাতসকালে বেলঘড়িয়ায় আতঙ্ক