পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে নাজিরা খাতুনের বাড়িতে হানা দেওয়া হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১০৩ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি বাড়ির ভিতর থেকে পাওয়া যায় প্রায় ৫ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা নগদ, ছোট-বড় নোটে সাজানো একাধিক বান্ডিল, যা দেখে তদন্তকারীরাও হতবাক হন।
আরও পড়ুন: পুলিশ স্যারের পাঠশালা! খাকি উর্দির আড়ালে শিক্ষক মন, ওসির ভাড়া বাড়িতে চলছে বিনামূল্যের ক্লাসরুম
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই বাড়িকে কেন্দ্র করে মাদক কারবার চলছিল। নাজিরা খাতুনের স্বামী ও দুই সন্তান থাকলেও, পুরো কারবারের নিয়ন্ত্রণ ছিল তার হাতেই। পুলিশ মনে করছে, শিলিগুড়ি শহরজুড়ে সক্রিয় একটি বড় মাদকচক্র পরিচালনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে যুক্ত ছিল একাধিক সহযোগী।
পুলিশের দাবি, এই মাদকচক্রের প্রধান লক্ষ্য ছিল শহরের যুব ও তরুণ প্রজন্ম। নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার পৌঁছে দেওয়া হতো। সাম্প্রতিক সময়ে মহিলা মাদক কারবারিদের সক্রিয় ভূমিকা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে বলেই মনে করছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধৃত নাজিরা খাতুনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। পুলিশ এখন জানতে চাইছে ব্রাউন সুগারের মূল উৎস কোথায়, এই বিপুল নগদ অর্থ কীভাবে সংগ্রহ করা হচ্ছিল এবং চক্রের সঙ্গে আর কারা যুক্ত। এই ঘটনার মধ্য দিয়ে ফের স্পষ্ট হয়ে উঠল, নতুন কৌশলে মাদকচক্র শহরের যুবসমাজকে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।






