প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটিতে চালক-সহ মোট ১০ জন যাত্রী ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক ছেড়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, রিয়ং থানা ও এনএইচআইডিসিএল-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আহতদের খাদ থেকে উদ্ধার করে রাম্বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
advertisement
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যু হয়। মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে ছ’জনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন— গৌতম রায় (৩৩), জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সাগর শর্মা (২৪), গাড়ির চালক, ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা সুবোধ বরণ ঘোষ, বীরভূম জেলার শান্তিনিকেতন থানা এলাকার বাসিন্দা অনোজ কুমার প্রসাদ মহাতাও, সিংতাম বাজার, গ্যাংটক নিগমা ছেদুপ শেরপা, দার্জিলিংয়ের প্রধাননগর থানা এলাকার বাসিন্দা এবং রাম বাহাদুর ছেত্রী, রংপোর বাসিন্দা। বাকি চার যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, এনএইচ–১০-এর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধসপ্রবণ ও আঁকাবাঁকা এই সড়কে গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।






