TRENDING:

Siliguri News: সস্তায় জমে যাবে ডেটিং, কফির দামে জলের বুকে রোমান্টিক ভ্রমণ! শিলিগুড়িতে নববর্ষের উপহার

Last Updated:

Siliguri News: বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শিলিগুড়িতে ফের চালু হল সূর্যসেন পার্কের জনপ্রিয় বোটিং পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শীতের সকালের রোদ, সামনে বড়দিন আর নববর্ষ। ঠিক এই উৎসবের মুখে শিলিগুড়িবাসীর জন্য এল এক টুকরো আনন্দের খবর। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফের চালু হল সূর্যসেন পার্কের জনপ্রিয় বোটিং পরিষেবা। বৃহস্পতিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই পরিষেবার উদ্বোধন করেন। আর সেই সঙ্গে যেন আবার প্রাণ ফিরে পেল শহরের অন্যতম প্রিয় বিনোদনকেন্দ্র।
advertisement

দীর্ঘদিন ধরে জলসঙ্কট, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ ছিল সূর্যসেন পার্কের বোটিং। পার্কে এলেও জলাশয়ের দিকে তাকিয়ে শুধু হতাশ হয়ে ফিরতেন পর্যটক থেকে শুরু করে শিলিগুড়িবাসী। তবে পুরনিগমের উদ্যোগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে পুরো ব্যবস্থাপনা। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক পদ্ধতিতে ফের শুরু হয়েছে বোটিং পরিষেবা।

আরও পড়ুন:  গোড়ালি সমান কাদায় নেমে উঠতে হয় নৌকায়, বছরের পর বছর একই দুর্ভোগ! বেকায়দায় নিত্যযাত্রীরা

advertisement

উদ্বোধনের দিনেই চালু করা হয়েছে মোট ১০টি নতুন বোট। যার মধ্যে ৪ সিটার ও ২ সিটার বোট রয়েছে। পাশাপাশি পার্কের জলাশয়ে ছাড়া হয়েছে আটটি রাজ হাঁস এবং পাঁচ কেজি গ্রাস কার্প মাছ, যা জলাশয়ের পরিবেশ ও সৌন্দর্য আরও বাড়াবে। মেয়র গৌতম দেব জানান, বর্তমানে চারটি নতুন হাঁস বোটও সংযোজন করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সূর্যসেন পার্কের পরিকাঠামো আরও উন্নত করা হবে, যাতে শহরবাসী ও পর্যটকরা আরও আকর্ষণীয় পরিবেশে সময় কাটাতে পারেন।

advertisement

View More

আরও পড়ুন: কেন্দ্রের এই স্কিমে বিনিয়োগ করলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত! নবদ্বীপে দলে দলে নাম লেখাচ্ছেন অভিভাবকরা

নিরাপত্তার দিকেও থাকছে কড়া নজর। লাইফ জ্যাকেট পরিয়েই বোটিং করানো হবে বলে জানিয়েছে পুরনিগম। এদিন মেয়র বলেন, “শহরের মানুষ ও বাইরে থেকে আসা পর্যটকদের জন্য বিনোদনের সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য। বড়দিন ও নিউ ইয়ার-এর আগে এই পরিষেবা চালু হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আনন্দ করার আরও একটা সুযোগ তৈরি হল।

advertisement

২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এমএমআইসি (Plantation & Beautification, Environment, Parks & Gardens) সিক্তা দে বসুরায় জানান, উৎসবের আগে এই উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপাতত বোটিংয়ের ভাড়া আগের মতোই রাখা হয়েছে। ৪ সিটারের জন্য ৬০ টাকা এবং ২ সিটারের জন্য ৩০ টাকা। তবে ভবিষ্যতে ফেস্টিভ মরশুমে রক্ষণাবেক্ষণ খরচের কথা মাথায় রেখে টিকিটের মূল্য বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সস্তায় জমে যাবে ডেটিং, কফির দামে জলের বুকে রোমান্টিক ভ্রমণ! দারুণ চমক শিলিগুড়িতে
আরও দেখুন

বহুদিন পর প্রিয় বোটিং পরিষেবা ফিরে আসায় খুশির জোয়ার শহরজুড়ে। বিশেষ করে শিশুদের মুখে হাসি, পরিবারগুলোর উচ্ছ্বাস আর পর্যটকদের ভিড়, সবমিলিয়ে উৎসবের মরশুমে সূর্যসেন পার্ক যেন আবার শিলিগুড়ির আনন্দের ঠিকানায় পরিণত হল।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: সস্তায় জমে যাবে ডেটিং, কফির দামে জলের বুকে রোমান্টিক ভ্রমণ! শিলিগুড়িতে নববর্ষের উপহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল