দীর্ঘদিন ধরে জলসঙ্কট, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ ছিল সূর্যসেন পার্কের বোটিং। পার্কে এলেও জলাশয়ের দিকে তাকিয়ে শুধু হতাশ হয়ে ফিরতেন পর্যটক থেকে শুরু করে শিলিগুড়িবাসী। তবে পুরনিগমের উদ্যোগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে পুরো ব্যবস্থাপনা। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক পদ্ধতিতে ফের শুরু হয়েছে বোটিং পরিষেবা।
আরও পড়ুন: গোড়ালি সমান কাদায় নেমে উঠতে হয় নৌকায়, বছরের পর বছর একই দুর্ভোগ! বেকায়দায় নিত্যযাত্রীরা
advertisement
উদ্বোধনের দিনেই চালু করা হয়েছে মোট ১০টি নতুন বোট। যার মধ্যে ৪ সিটার ও ২ সিটার বোট রয়েছে। পাশাপাশি পার্কের জলাশয়ে ছাড়া হয়েছে আটটি রাজ হাঁস এবং পাঁচ কেজি গ্রাস কার্প মাছ, যা জলাশয়ের পরিবেশ ও সৌন্দর্য আরও বাড়াবে। মেয়র গৌতম দেব জানান, বর্তমানে চারটি নতুন হাঁস বোটও সংযোজন করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সূর্যসেন পার্কের পরিকাঠামো আরও উন্নত করা হবে, যাতে শহরবাসী ও পর্যটকরা আরও আকর্ষণীয় পরিবেশে সময় কাটাতে পারেন।
আরও পড়ুন: কেন্দ্রের এই স্কিমে বিনিয়োগ করলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত! নবদ্বীপে দলে দলে নাম লেখাচ্ছেন অভিভাবকরা
নিরাপত্তার দিকেও থাকছে কড়া নজর। লাইফ জ্যাকেট পরিয়েই বোটিং করানো হবে বলে জানিয়েছে পুরনিগম। এদিন মেয়র বলেন, “শহরের মানুষ ও বাইরে থেকে আসা পর্যটকদের জন্য বিনোদনের সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য। বড়দিন ও নিউ ইয়ার-এর আগে এই পরিষেবা চালু হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আনন্দ করার আরও একটা সুযোগ তৈরি হল।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এমএমআইসি (Plantation & Beautification, Environment, Parks & Gardens) সিক্তা দে বসুরায় জানান, উৎসবের আগে এই উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপাতত বোটিংয়ের ভাড়া আগের মতোই রাখা হয়েছে। ৪ সিটারের জন্য ৬০ টাকা এবং ২ সিটারের জন্য ৩০ টাকা। তবে ভবিষ্যতে ফেস্টিভ মরশুমে রক্ষণাবেক্ষণ খরচের কথা মাথায় রেখে টিকিটের মূল্য বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহুদিন পর প্রিয় বোটিং পরিষেবা ফিরে আসায় খুশির জোয়ার শহরজুড়ে। বিশেষ করে শিশুদের মুখে হাসি, পরিবারগুলোর উচ্ছ্বাস আর পর্যটকদের ভিড়, সবমিলিয়ে উৎসবের মরশুমে সূর্যসেন পার্ক যেন আবার শিলিগুড়ির আনন্দের ঠিকানায় পরিণত হল।





