মোট ৩০টি নতুন সিএনজি বাস রয়েছে। যার মধ্যে ২টি নতুন সিএনজি বাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়া ১২টি নতুন রকেট বাস আনছে সংস্থা। রকেট বাসগুলির মধ্যে পাঁচটি নতুন রকেট বাস ইতিমধ্যেই শিলিগুড়ির সেন্ট্রাল বাস টার্মিনাসে এসে গিয়েছে। এরপর কিছুদিনের মধ্যেই আরও সাতটি রকেট বাসও চলে আসবে।মহালয়ার দিনে থেকেই কোচবিহার-শিলিগুড়ি রুটে দুটি বাস চালু হয়ে গেল। এই প্রথম উত্তরবঙ্গে পরিবহণে সিএনজি বাস চালু করা হল। স্বভাবতই খুশি পর্যটক থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা। এদিন বাস পরিষেবা চালুর পাশাপাশি যেসব চালক, খালাসি ও টেকনিশিয়ানগন ভালো কাজ করেছেন তাদের প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, গাছের চারা ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
advertisement
আরও পড়ুন: বিরাট খবর! নাম বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের? রেলমন্ত্রীর সামনেই দাবি তুললেন বিজেপি সাংসদ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন,’সি এন জি বাসগুলোতে নানান উন্নত পরিষেবা থাকছে বলে জানা গিয়েছে। বাসগুলোতে সেন্সর, প্যানিক বটন, ফায়ার এলার্ম, সিসিটিভি থাকছে। এর পাশাপাশি আধুনিক রকেট বাসগুলোতে চার্জিং পয়েন্ট, পুশ ব্যাক সিট, স্টাডি লাইট, উইনডো শেড-সহ নানান পরিষেবা থাকছে। ‘ তিনি আরোও বলেন, ‘টানা তিন মাস আমাদের বিভিন্ন রুটের বাস নির্বাচনের কাজে থাকায় যাত্রী পরিষেবা কিছুটা ব্যহত হয়েছে। যাত্রী পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।’ মূলত, পর্যটকদের কথা মাথায় রেখেই একাধিক নতুন রুট চালু করার কোথাও ভাবছে এনবিএসটিসি।
অনির্বাণ রায়