পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে একটি স্কুটারে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন স্কুটার আরোহীরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত তৃতীয় আরোহীর অবস্থা আশঙ্কাজনক। মৃতদের বাড়ি শিলিগুড়ির আমতলা এলাকায় বলে জানা গিয়েছে।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারটিতে তিনজন আরোহী ছিলেন এবং কারও মাথায় হেলমেট ছিল না। সন্ধ্যার সময় হঠাৎ করেই ট্রাকটি ধাক্কা মারায় রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইস্টার্ন বাইপাসের একাধিক এলাকায় রাস্তার আলো জ্বলছে না। নির্বাচনের পর থেকেই সন্ধ্যার পর পুরো বাইপাস কার্যত অন্ধকারে ডুবে থাকে। তার উপর শীতের রাতে কুয়াশা পড়লে দৃশ্যমানতা আরও কমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, মাসখানেক আগেই এই বাইপাসের বানেশ্বর মোড় এলাকায় স্কুটার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সাত বছরের এক স্কুল পড়ুয়ার। সেই ঘটনার পর ট্রাফিক পুলিশের তরফে কড়াকড়ি বাড়ানো হলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। একদিকে রাস্তার আলো ও পরিকাঠামোর অভাব, অন্যদিকে সাধারণ মানুষের অসচেতনতা ও ট্রাফিক আইন না মানার প্রবণতা, সব মিলিয়ে ইস্টার্ন বাইপাসে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেই চলেছে।






